Arijit

লক্ষ লক্ষ বাঙালির সামনে বিরাট কোহলিকে টপকে অনন্য নজির গড়ার হাতছানি রোহিতের

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। ইতিমধ্যেই সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের সমাপ্তি হয়েছে।  জয়পুরে প্রথম টি-টোয়েন্টি এবং রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।

   

আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত এবং নিউজিল্যান্ড। আজ কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে নিয়ম রক্ষার ম্যাচে নামছে দুই দল। আর আজ এই ম্যাচে বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের নবনিযুক্ত টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মার কাছে।

ইডেন গার্ডেন্স বরাবরই রোহিতের পয়মন্ত স্টেডিয়াম। ইডেন গার্ডেন্সে ঝুড়ি ঝুড়ি রান করেছেন রোহিত শর্মা। কেরিয়ারের সর্বোচ্চ 264 রান এই ইডেনেই করেছেন রোহিত।

বর্তমানে রোহিতের টি-টোয়েন্টি রান 3141। অপরদিকে বিরাট কোহলির টি-টোয়েন্টি রান 3227। অর্থাৎ আজকের ম্যাচে রোহিত যদি 87 রানের একটা ইনিংস খেলে ফেলতে পারে তাহলে বিরাট কোহলিকে টপকে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবেন রোহিত।