Arijit

‘টি২০-তে অশ্বিনের বিকল্প হয়না, তাও ওকে বাদ দেওয়া হয়েছিল’, বিরাটকে কটাক্ষ রোহিতের

এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্ত স্পিনাররা রয়েছে সবার সেরা রবীচন্দ্রন অশ্বিন কিন্তু গত 4 বছর ধরে ভারতীয় দলে ঠিকমতো সুযোগ দেওয়া হয়নি রবীচন্দ্রন অশ্বিনকে। অশ্বিন শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী টি-টোয়েন্টি, ওয়ানডের জন্য নয় এই অপবাদে গত 4 বছর ধরে শুধুমাত্র টেস্ট ক্রিকেটই খেলেছেন অশ্বিন। অবশেষে দীর্ঘ চার বছর চার মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিটোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ খুব একটা দেওয়া হয়নি তাকে।

   

বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ভারত যখন প্রায় ছিটকে গিয়েছিল তখন দলে নিয়ে আসা হয়েছিল রবীচন্দ্রন অশ্বিনকে। বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচে নিজের প্রতিবাদে দেখিয়ে ছিলেন অশ্বিন। তার সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পেয়েছিলেন তিনি। পুরো সিরিজ জুড়ে নজরকাড়া পারফরম্যান্স করেন অশ্বিন। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টিম ইন্ডিয়া বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা।

অশ্বিনের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ওর প্রশংসা করে রোহিত শর্মা বলেন, ” অশ্বিন যেকোনো অধিনায়কের কাছে এক বড় পাওনা। টি-টোয়েন্টি ম্যাচের মিডিল ওভারে যখন কোন অধিনায়কের উইকেটে এর প্রয়োজন হয় তখন অশ্বিন হচ্ছেন একজন আক্রমণাত্মক বিকল্প। বিশ্বের যে কোন মাঠে যেকোন ম্যাচে মাঝের ওভারে উইকেট তুলে আনার ক্ষমতা রয়েছে ওর মধ্যে।”

এছাড়াও রোহিত বলেন, দুবাইয়ে বিশ্বকাপ থেকে শুরু করে এখনো পর্যন্ত অশ্বিনের বোলিং দেখে বোঝাই যাচ্ছে ও লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও বেশ সাবলম্বী তার সত্বেও কেন যে অশ্বিনকে দীর্ঘদিন ধরে দলের বাইরে রাখা হয়েছিল সেটাই বুঝতে পারছি না! আর রোহিত এই কথার মাধ্যমে পরোক্ষ ভাবে যে বিরাট কোহলিকেই ঠুকলেন তা বলাই বাহুল্য।