Arijit

এই ৩ টি কারণের জন্য তড়িঘড়ি বিরাটকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করা হল

টি-টোয়েন্টি পর ওয়ানডে ফরম্যটেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব হারালেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রেস কনফারেন্স করে বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন না। তবে টি-টোয়েন্টি পর এবার বিরাট কোহলির কাছ থেকে ওয়ানডে দলের অধিনায়কত্বও নিয়ে নেওয়া হয়েছে। বিসিসিআই এর তরফ থেকে বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়েছে।

   

বিরাট কোহলি পরিবর্তে রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক করার পেছনে তিনটি বড় কারণ উঠে আসছে:-

সবচেয়ে সফল আইপিএল অধিনায়ক:- রোহিত শর্মাই একমাত্র অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে। অল্প দিনের মধ্যে আইপিএল ক্যারিয়ারে রোহিতের এর মত সফল অধিনায়ক আর নেই। যা রোহিতকে ভারতের অধিনায়ক হতে সাহায্য করেছে।

ব্যাটার বিরাট কোহলিকে চাই টিম ইন্ডিয়া:- রোহিত শর্মা অধিনায়ক হলে মাথা থেকে অনেকটাই চাপ কমে যাবে বিরাটের। এর ফলে চাপ মুক্ত ভাবে ব্যাটিং করতে পারবে বিরাট কোহলি। যা দলকে খুবই সাহায্য করবে। কারন আমরা ভালভাবেই জানি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলি।

ওয়ানডে এবং টিটোয়েন্টি ফরমেটে একজন অধিনায়ক:- বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন অধিনায়ক এর প্রচলন রয়েছে। তবে ভারতীয় ক্রিকেটই একমাত্র যেখানে একজন অধিনায়ক সমস্ত ফরমেটে নেতৃত্ব দেন। আর সেই নিয়ম অনুসরণ করেই টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে একজন অধিনায়ক রাখার উদ্দেশ্যেই রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক করা হল।