RRB NTPC 2024 Recruitment Know Eligibility How to Apply and all Details

১২০০০ লোক নেবে ভারতীয় রেল, নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হলেই এভাবে করুন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। তবে সম্প্রতি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর মিলেছে। অনেকেরই স্বপ্ন থাকে রেলে চাকরি করার। এবার তাদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল। যেমনটা জানাযাচ্ছে প্রায় ১২,০০০ শূন্যপদে নিয়োগ করা হবে। নূন্যতম যোগ্যতা কি লাগবে? কিভাবে ও কোথায় আবেদন করতে হবে? সমস্তটাই জানানো হল আজকের প্রতিবেদনে।

RRB NTPC Recruitment 2024

সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বর্ডার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মোট ১১,৫৫৮ পদের জন্য নিয়োগ করা হবে। একাধিক পদে ভিন্ন যোগ্যতায় আবেদন করা যাবে। নূন্যতম যোগ্যতা উচ্চমাধ্যমিক। তাই যারা উচ্চমাধ্যমিক পাশ করে একটা ভালো চাকরির খোঁজে ছিল তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ হতে পারে।

শূন্যপদ

মোট শূন্যপদের সংখ্যা ১১,৫৫৮। যার মধ্যে উচ্চমাধ্যমিক প্রার্থীদের জন্য ৩৪৪৫ টি ও স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের জন্য ৮১১৩টি শূন্যপদ থাকবে। নিচে যে সমস্ত পদে নিয়োগ করা হবে তা জানানো হলঃ

  • উচ্চমাধ্যমিক পাশ হলে যে পদে আবেদন করা যাবেঃ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস কাম টাইপিস্ট, জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক।
  • স্নাতক পাশ হলে যে পদে আবেদন করা যাবেঃ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।

বেতনক্রম

উচ্চমাধ্যমিক পাশ করে যে পদগুলিতে আবেদন করা যাবে সেক্ষেত্রে ১৯.,৯০০ টাকা থেকে  ২১,৭০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। আর স্নাতক পাশ পদের ক্ষেত্রে ২৯,২০০ টাকা থেকে ৩৫,৪০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে।

কিভাবে আবেদন করতে হবে?

আবেদনের জন্য প্রথমেই RRB এর যেকোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।

এরপর সেখানে Recruitment সেকশনে ক্লিক করলেই নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে। সেখানেই আবেদনের যাবতীয় তথ্য দেওয়া থাকবে।

আবেদনের জন্য কত টাকা চার্জ লাগবে?

আপনি যদি RRB Recruitment এর জন্য আবেদন করতে চান তাহলে জেনারেল প্রার্থীদের জন্য ৫০০ টাকা চার্জ নেওয়া হবে। যার মধ্যে ৪০০ তাজা ফেরত দেওয়া হবে CBT-1 পরীক্ষার পর। আর যদি SC/ST/Ex Serviceman/EWS প্রার্থী হন তাহলে ২৫০ টাকা লাগবে। তবে CBT-1 পরীক্ষার পর সম্পূর্ণ তাকাই ফেরত দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ পড়ুয়াদের জন্য সুখবর! সায়েন্স নিয়ে পড়লে মিলবে স্পেশাল স্টেম স্কলারশিপ, দেখে নাও আবেদনের পদ্ধতি

আবেদনের শেষ তারিখঃ

উচ্চমাধ্যিমক যোগ্যতার পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে আগামী ২১শে সেপ্টেম্বর থেকে ২১শে অক্টোবর রাত্রি ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যদি স্নাতক যোগ্যতার পদের জন্য আবেদন করতে চান তাহলে ১৪ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে যেটা ১৩ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X