‘কাউন্টডাউন শুরু, আর মাত্র দুদিন…’ বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল! সুখবর জানালেন অভিনেতা

নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিজগতের(Bengali Serial) জনপ্রিয় জুটি রুবেল দাস(Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য(Sweta Bhattacharya)। জি বাংলার(Zee Bangla) ‘যমুনা ঢাকি'(Jamuna Dhaki) সিরিয়াল করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে জোরকদমে চর্চা চলছে। প্রথমে নিজেদের প্রেমের কথা গোপন রাখলেও পরে খোলাখুলিভাবে সব কথা জানিয়ে দিয়েছেন তারা। দুজনকে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

যদিও রুবেলের দুর্ঘটনার সময়ে সবসময় পাশে ছিলেন শ্বেতা। তাই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন কবে এক হবে এই চার হাত? সোশ্যাল মিডিয়ায় দুজনেই ভীষণ সক্রিয় থাকেন। দুজনে জীবনের নানা মুহূর্তের ঘটনা সোশ্যাল মিডিয়া শেয়ার করে থাকেন তারা। আর এবার শ্বেতাকে নিয়ে একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন রুবেল। যা দেখে অনুরাগীরা মনে করছেন খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসে চলেছেন তারা। চলুন তাহলে পুরো ঘটনাটা জেনে নিই।

শ্বেতার একটি দুষ্ট মুখের ছবি নিজের ইনস্টাগ্রামের ওয়ালে শেয়ার করেছেন রুবেল। আর ক্যাপশনে লিখেছেন, ‘কাউন্টডাউন প্রায় শেষ হয়ে এসেছে, আর মাত্র ২ দিনের অপেক্ষা আমার কিউটি। আর মাত্র দু’দিনের অপেক্ষা।’ সঙ্গে রয়েছে লাভ ইমোজি। বলাই বাহুল্য, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্ট। অনেকেই মনে করছেন তাহলে কি আর দু’দিন পরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা?

Sweta-Rubel

আসলে বিয়ে নয়, মাত্র দু’দিন পরে শ্বেতা ভট্টাচার্যের জন্মদিন। তাই প্রেমিকার জন্মদিন সেলিব্রেট করার আনন্দে এই সুন্দর পোস্ট করেছেন রুবেল। এই পোষ্টের নিচে প্রচুর কমেন্ট করেছেন ভক্তরা। এই ছবি ভালো লেগেছে অনুরাগীদের। কেউ বলেছেন, কিউট লাগছে। কেউ আবার তাদের একসাথে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজনের চরিত্রে দেখা যাচ্ছে রুবেলক। আর অন্যদিকে ‘সোহাগ জল’ সিরিয়াল  শেষ হবার পর এখন ওয়েব সিরিজের কাজে ব্যস্ত রয়েছেন শ্বেতা। তারা দুজনে দুজনের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও একে অপরকে সময় দিতে একদমই ভুলছেন না।

Papiya Paul

X