Entertainment,Tollywood,Nil Bhattacharya,Trina Saha,বিনোদন,টলিউড,তৃণা সাহা,নীল ভট্টাচার্য

Additiya

বিবাহবার্ষিকীর দিনেও আলাদা থাকছেন নীল-তৃণা! সত্যিই ভেঙেছে সম্পর্ক, যা বললেন অভিনেত্রী

টলিউডের(Tollywood) জনপ্রিয় জুটি নীল(Neel Bhattacharya)-তৃণা(Trina Saha)। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে ২০২১ সালের ৪ ঠা ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। হেসে খেলেই চলছিল তাদের বৈবাহিক জীবন। তবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রটে তাদের ভাঙ্গনের গুঞ্জন। চলতি বছর তৃণার জন্মদিনের সেলিব্রেশনও করতে দেখা যায়নি অভিনেতাকে। তখনও তাঁদের সম্পর্ক ভাঙ্গনের কথা শোনা গিয়েছিল। ঘটনার কিছুদিন যেতে না যেতেই আবারও সেই একই ঘটনা।

   

আজ বিবাহবার্ষিকী এই জনপ্রিয় জুটির। কিন্তু আজকের এই দিনেও তাঁরা নাকি থাকবেন আলাদাই। বিশেষ এই দিনটি উদযাপনের কোনও রকম উদ্যোগ নেওয়াই হয়নি কারোর তরফে। অথচ প্রথম বছরের বিবাহবার্ষিকী অনুষ্ঠান বেশ ধুমধাম করে পালন করেছিলেন তারকা দম্পতি। কিন্তু চলতি বছর সেলিব্রেশন তো দূর একসাথে দেখাই যাবে না তাঁদের।

আর এই ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় ফের উঠেছে ভাঙ্গনের গুঞ্জন। যদিও তারা জানিয়েছেন ‘সবকিছু ঠিকই আছে’। অভিনেত্রী তৃণা সাহা এই বিষয়ে জানিয়েছেন, কাজের জন্যই নাকি একসাথে থাকা হচ্ছে না তাঁদের। যদিও সে কথা একেবারেই মানতে নারাজ নিন্দুকেরা।

Nil-Trina

চলতি মাসের ৬ তারিখ থেকেই ষ্টার জলসার পর্দায় শুরু হচ্ছে ‘বালিঝড়’। বর্তমানে ধারাবাহিকের শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে ১১ তারিখে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তৃণা সাহার অভিনীত ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’। সবমিলিয়ে বর্তমানে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে কাজের সূত্রে বাইরে যেতে হচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্যকে। আর এই সব কারণের জন্যই বিবাহ বার্ষিকীটা আলাদাই কাটবে বহু চর্চিত এই জুটির।