Papiya Paul

‘শ্রীময়ী’র রিমেক ‘অনুপমা’র জনপ্রিয়তা তুঙ্গে, রুপালির পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

বহুদিন আগেই স্টার জলসার(Star Jalsa) জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’-র হিন্দি ভার্সন শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে স্টার প্লাসের(Star Plus) বিখ্যাত সিরিয়াল ‘অনুপমা'(Anupama) যা কিনা শ্রীময়ীর অনুকরণে তৈরি করা হয়েছে। শ্রীময়ী এখন শেষ হয়ে গেলেও অনুপমা কিন্তু রমরমিয়ে চলছে। এই সিরিয়ালে অভিনীত চরিত্র রুপালির(Rupali Ganguly) জনপ্রিয়তা প্রচুর। এই জনপ্রিয়তার জন্য তিনি এখন পুরুষ অভিনেতাদের থেকেও বেশি পারিশ্রমিক নিতে পারছেন।

   

একসময় এই ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের তুলনায় অভিনেতাদের পারিশ্রমিক ছিল অনেক বেশি। তবে রুপালি কিন্তু সেই নিয়ম ভেঙে দিয়েছে। রাম কাপুর, রণিত রায়ের মতো জনপ্রিয় অভিনেতাদের পরিশ্রমিক বহুগুণ বেশি। কিন্তু এদেরকেও টক্কর দিচ্ছেন রুপালি। জানা গেছে, অনুপমা শুরু হবার সময় রুপালির প্রতিদিনের পারিশ্রমিক ছিল দেড় লক্ষ টাকা।

এখন এই ধারাবাহিক সাফল্য লাভের পর তিনি তার পারিশ্রমিক দ্বিগুণ করে নিয়েছেন। অর্থাৎ প্রতিদিন তার পারিশ্রমিক তিন লক্ষ টাকা। অনুপমা শুরু করার আগে বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন রুপালি। সেই সময় তিনি তাঁর পুত্র সন্তানকে সময় দিতেন। আর এবার ছেলের স্কুল শুরু হতেই অভিনয়ে ফিরেছেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি সারাদিন বাইরে কাজে থাকলেও তার স্বামী সংসার এবং সন্তানের দেখভাল করেন তিনি নিজেকে যথেষ্ট ভাগ্যবতী মনে করেন।

 

View this post on Instagram

 

A post shared by Rups (@rupaliganguly)

হিন্দি সিরিয়ালগুলোর মধ্যে টিআরপি তালিকায় অনুপমা সবথেকে শীর্ষে অবস্থান করছে। রুপালি ছাড়াও এই সিরিয়ালে অভিনয় করছেন সুধাংশু পান্ডে এবং মাদালসা সহ আরও অনেকে। অনুপমার এই ধারাবাহিকের কি কি পরিবর্তন আসবে সেটা সময় বলবে