Arijit

‘বাঙালি শিল্পীদের অবাঙালি শিল্পীরা উঠতেই দেয় না’, মুম্বাইয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক অনন্যা

হিন্দি টেলিভিশনের এক জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো জি টিভির সারেগামাপায় বাঙালি শিল্পীদের জয়জয়কার। বাংলা থেকে বেশ কয়েকজন সংগীত শিল্পী সেখানে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম হলেন অনন্যা চক্রবর্তী।

   

বজবজের মেয়ে অনন্যা চক্রবর্তী শুরু থেকেই তার অসাধারণ কন্ঠ দিয়ে মন জয় করে নিয়েছেন বিচারক থেকে শুরু করে জুরি মেম্বার সহ সারা ভারতবর্ষের সঙ্গীত প্রেমী মানুষদের। সারেগামাপার মঞ্চে একতারা হাতে খাঁটি বাংলা ভাষাতে গান গেয়ে ফাইনালের দিকে এগোচ্ছেন অনন্যা চক্রবর্তী।

এরই মধ্যে ‘বাঙালি শিল্পীদের মুম্বাইতে অবাঙালি শিল্পীরা উঠতেই দেয় না’ এই প্রবাদ বাক্যটি নিয়ে মুখ খুললেন অনন্যা চক্রবর্তী। অনন্যার মতে এই কথাটি সম্পূর্ণ রূপে ভুল।
সম্প্রতি নিজের স্যোসাল মিডিয়ায় তার মেন্টর ও গুরুদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনন্যা চক্রবর্তী। অনন্যা লিখেছেন, “ভারতবর্ষ বিচিত্র। যেমনটা শোনা যায় ‘বাঙালি শিল্পীদের অবাঙালী শিল্পীরা উঠতেই দেয়না, জায়গা ছাড়েনা।’ অন্যদিকে বম্বের এই দুই মহারাষ্ট্রীয় গুরু, পশ্চিমবঙ্গ থেকে আসা এক লোক সঙ্গীত শিল্পীকে চূড়ান্ত ভালোবেসেছে। নিজের মেয়ের মতো সমস্ত রকম ‘জংলীপনা’ সহ্য করছে তারা, আমি মাছ খেতে পারিনা বলে, নিজের হাতে বাজার করে তারা মাছ রান্না করে আনে। গুরুর তার মেয়ের প্রতি অগাধ বিশ্বাস। সবসময় তারা বলে তুই পারবি, তোকে পারতেই হবে। আবার বলবো,যেকোনো রকম ভেদাভেদ থেকে দূরে থাকুন। অবশ্যই ভালোবাসা ছড়িয়ে দিন। আর কী বা আছে, ভালোবাসা ছাড়া।”

https://www.facebook.com/100044188518393/posts/511628913653388/