Arijit

স্বপ্ন ভঙ্গ কোহলীদের, দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া ভারতের

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা প্রয়োজন ছিল মাত্র 111 রানের, হাতে দুটো দিনের সময় ছিল। অপরদিকে ভারতের দরকার ছিল 8 উইকেট অর্থাৎ কাজটা ভারতের জন্য বেশ কঠিনই ছিল। তার সত্ত্বেও স্বপ্ন সফল করার লক্ষ্য নিয়ে পুরোদমে ছাপিয়েছিল বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহরা। তবে শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হল না, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল বিরাট কোহলি বিগ্রেডের।

   

শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে ভাঙাচোরা দল এবং অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বাজি মেরে বেরিয়ে গেল ডিন এলগারের দল। দক্ষিণ আফ্রিকা জিতল 7 উইকেটে। 7 উইকেটে তৃতীয় টেস্টে জেতার সঙ্গে সঙ্গে 2-1 ব্যবধানে টেস্ট সিরিজও জিতে গেল ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা।

আজ ভারতীয় বোলাররা লড়াই করলেও দক্ষিণ আফ্রিকার মাত্র একটি উইকেটই ফেলতে পেরেছিল ভারত। সেটা নিয়েছিলেন শার্দুল ঠাকুর। জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সামিরা একটিও উইকেট তুলে নিতে পারে নি।