Arijit

কি হতে চলেছে টেস্ট সিরিজের ফল? বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

দক্ষিণ আফ্রিকায় একমাত্র দেশ যেখানে গিয়ে কোনদিন টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। এবার সেই দক্ষিণ আফ্রিকা সফরেই যাচ্ছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। আগামী 26 শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজে কি নতুন ইতিহাস লিখবে ভারতীয় দল? এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে বিশ্ব ক্রিকেটে।

   

দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত প্রথম টেস্ট সিরিজ খেলেছিল 1992-93 সালে। তারপর থেকে এখনো পর্যন্ত মোট সাতটি টেস্ট সিরিজ খেললেও একটিতেও জিততে পারেনি ভারত। সাতটির মধ্যে 6 টিতেই হেরেছে ভারত এবং একটি ড্র হয়েছে। এবার ভারতের সামনে ইতিহাস বদলানোর এক সুবর্ণ সুযোগ চলে এসেছে।

এই টেস্ট সিরিজের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাবা করিম। এই টেস্ট সিরিজের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে ভারতকেই এগিয়ে রাখলেন সাবা করিম। তার মতে, ‘ এই টেস্ট সিরিজে হয় 2-0 ফলাফলে ভারত জিতবে, নাহলে 2-1 ফলাফলে ভারত জিতবে।’

করিম বলেছেন, “এই ভারতীয় টেস্ট দল অনেক বেশি শক্তিশালী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে আমরা আমাদের নিয়মিত দলের 6 জন খেলোয়াড়কে ছাড়াই জিতেছিলাম। এর থেকে বোঝা যায় আমাদের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী। আর এই কারনেই এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।”