Sabarmati Express full of passengers derails in Uttar Pradesh

আবারও বড়সড় দুর্ঘটনা! রাতের অন্ধকারে জোর ধাক্কা, লাইনচ্যুত সবরমতি এক্সপ্রেসের ২০টি বগি

নিউজশর্ট ডেস্কঃ আবারও খবর মিলল এক ট্রেন দুর্ঘটনার (Train Accident)। রাত ২.৩০ নাগাদ উত্তরপ্রদেশের কানপুরের কাছে  কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝেই কোথাও বেলাইন হয়ে গিয়েছে বারাণসী-আহমেদাবাদ ১৯১৬৮ সবরমতী এক্সপ্রেস ৷ জানা যাচ্ছে প্রায় ১৩০০ যাত্রী ছিল ট্রেনটিতে। যার প্রায় ২০ টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। তবে ভালো খবর একটাই সেটা হল এপর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

যেমনটা জানা যাচ্ছে, ট্রেনটি ঝাঁসির দিকে যাওয়ার পথে আচমকাই লাইনের উপরে থাকা একটি বোল্ডারে ধাক্কা খায়। এর ফলেই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছায় স্থানীয় পুলিশ থেকে দমকল ও অ্যাম্বুলেন্স। এরপর রেল আধিকারিক ও পুলিশ মাইল ট্রেনের সমস্ত কামরা ঘুরে দেখেন কোনো ও যাত্রীদের কোনো ক্ষতি হয়েছে কি না চেক করেন। মোট ১৩০০ যাত্রী নিয়ে চলছিল ট্রেনটি তবে কেউ আহত বা নিহত হয়নি বলেই জানা যাচ্ছে উত্তর মধ্য রেলের তরফ থেকে।

দুর্ঘটনার পর সেখানে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। তারপ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে বাসে করে কানপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্য ট্রেনের মাধ্যমে তাদের রওনা করা হয়েছে নিজেদের যাত্রাপথের উদ্দেশ্যে। এই দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই সেখানে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এই রুটের একাধিক ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। নম্বরগুলি হল- ০৫৩২-২৪০৮১২৮, ০৫৩২-২৪০৭৩৫৩, ০৫৩২-২৪০৮১৪৯। তবে প্রতিনিয়ত বাড়তে থাকা ট্রেন দুর্ঘটনা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের মাঝে। একদিকে যেখানে নতুন ট্রেনের ঘোষণা হচ্ছে, হাইস্পীড বা বুলেট ট্রেনের প্রস্তাব রাখা হচ্ছে। শেখেন এক্সপ্রেস ট্রেনের নিরাপত্তার অভাব সত্যিই শোচনীয় বলে মনে করছেন সকলেই।

আরও পড়ুনঃ আচমকাই বাতিল হাওড়া-শালিমারগামী একঝাঁক ট্রেন, রাখীতে কিভাবে ফিরবে? চিন্তায় হাজার হাজার যাত্রী

এই নিয়ে বিগত কয়েক মাসে একাধিক রেল দুর্ঘটনা ঘটল। যা যাত্রীদের মনে রেলযাত্রাকে রীতিমত বিভীষিকাময় করে তুলছে। এর আগে গতবছর চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল ,যার ফলে প্রায় ২৯৬ জনের মৃত্যু, হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেলাইন হয়ে যায় যার ফলে ১০ জনের মৃত্যু হয়। এদিকে কিছুদিন আগেই মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ১৮টি বগি বেলাইন হয়ে যায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X