Arijit

পাক ম্যাচে হারের দায়ে সামিকে নোংরা আক্রমণ, তীব্র প্রতিবাদ জানিয়ে গর্জে উঠলেন সচিন

বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে লজ্জার হার স্বীকার করতে হয়েছে বিরাট কোহলির ভারতীয় দলকে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে 151 রান করে ভারত। ভারতের এই রান চেস করা খুব একটা সহজ ছিল না, তবে ভারতীয় বোলারদের লাগাতার খারাপ বোলিংয়ের জন্য সহজেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ব্যর্থ হয় ভারতের শক্তিশালী বোলিং আক্রমন, এমনকি স্পিনাররাও নিজেদের ঝলক দেখাতে ব্যর্থ হন।

   

ভারতের প্রত্যেক বোলার বল হাতে ব্যর্থ হলেও পাকিস্তানের কাছে হারের পর নোংরা আক্রমণ এর শিকার হতে হয় ভারতের তারকা পেসার মহম্মদ সামিকে। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে আক্রমণ করে অনেকেই পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকে আবার সরাসরি প্রশ্ন রেখেছেন ‘এই ম্যাচে জঘন্য পারফরম্যান্স করার জন্য পাকিস্তানের থেকে কত টাকা নিয়েছে সামি?’, এমনকি নানান অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করা হয়েছে মহম্মদ সামিকে।

এবার সামির পাশে দাঁড়িয়ে এসব নোংরামো নিয়ে সরব হলেন কিংবদন্তি শচিন তেন্দুলকার। টুইটে তিনি লিখেছেন, ‘আমরা যখন টিম ইন্ডিয়াকে সমর্থন করি, তখন কিন্তু আমরা টিম ইন্ডিয়ার হয়ে যারা প্রতিনিধিত্ব করছে, সকলকে সমর্থন করি। মহম্মদ শামি কমিটেড, বিশ্ব মানের বোলার। অন্যান্য ক্রীড়াবিদদের মতো, ওরও একটি খারাপ দিন যেতেই পারে। আমি শামি এবং টিম ইন্ডিয়ার পাশে দাঁড়াচ্ছি।’