Arijit

সচিনকে টপকে দ্রুততম ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন কোহলি

রবিবার প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। আর এই ম্যাচে বিরাট ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। ভারত জয় পেলেও এইদিন ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাত্র 8 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও দুর্দান্ত রেকর্ড গড়লেন বিরাট কোহলি। সেই সঙ্গে ভেঙে দিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের রেকর্ডও।

   

এতদিন পর্যন্ত ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে 5000 রান ছিল শুধুমাত্র শচীন টেন্ডুলকারের। এবার সেই তালিকায় ঢুকে গেলেন বিরাট কোহলিও।

মাত্র 96 ইনিংস খেলে দেশের মাটিতে 5000 রান করলেন বিরাট কোহলি। অপরদিকে এই রান পূর্ণ করতে সচিন তেন্দুলকার সময় নিয়েছিলেন 112 টি ইনিংস। এদিক দিয়ে দেখতে গেলে শচীন টেন্ডুলকারকে টপকে ভারতের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে দেশের মাটিতে 5000 ওয়ানডে রান করে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভাঙলেন সচিনের রেকর্ড।

সচিন, বিরাট ছাড়াও দেশের মাটিতে ওডিআই-এ অস্ট্রেলিয়ার রিকি পন্টিং করেছেন আবার 5521 রান। জ্যাক কালিস দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই ক্রিকেটে করেছেন 5186 রান।