Papiya Paul

পাকিস্তানকে সমর্থন করে বিরাট বিপদে শিক্ষিকা, পেলেন উচিৎ শিক্ষা

এই প্রথম কোন বিশ্বকাপে পাকিস্তানের কাছে গো- হারান হারতে হলো ভারতবর্ষকে। খুব সহজে টিম ইন্ডিয়াকে গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছিল পাকিস্তান। ভারতবর্ষকে হারাতে পেরে স্বাভাবিকভাবেই যারপরনাই খুশি হয়েছিল পাকিস্তান। কিন্তু শুধুমাত্র পাকিস্তানে নয়, জানলে অবাক হবেন ভারতবর্ষের বেশ কিছু জায়গায় পাকিস্তানের জয়ের এই আনন্দ পালন করা হয়েছে।

   

পুলিশ প্রশাসনের নজরে পড়েছে এই ঘটনা গুলি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সাপোর্ট করার অপরাধে শাস্তি পেতে হয়েছে অনেককে। এনাদের মধ্যে অন্যতম হলেন রাজস্থানের উদয়পুরের একজন শিক্ষিকা। ভারত পাকিস্তানের কাছে হার স্বীকার করার পরেই তিনি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি ভিডিও শেয়ার করেছিলেন।

এই ভিডিওটি দেখে একপ্রকার বাবা জিজ্ঞাসা করেন, “আপনি পাকিস্তানের সমর্থক”? উত্তরে শিক্ষিকা নাফিসা জানিয়েছিলেন, “হ্যা”। তারপরেই শুরু হয় বড়োসড়ো বিতর্ক। পাকিস্তানকে সমর্থন করা ওই শিক্ষিকাকে স্কুল কর্তৃপক্ষ বড়োসড়ো সাজা দেয়। শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়।

স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, “শিক্ষিকাকে তৎকালীন প্রভাবে বরখাস্ত করা হয়েছে”। এরপরই সোশ্যাল মিডিয়ায় আরো একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে শিক্ষিকাকে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষিকা হাতজোড় করে বলছেন, ‘আমি মজা করার জন্য ওই পোস্ট শেয়ার করেছিলাম। আমি মন থেকে ভারতকে ভালবাসি। আমি আমার ভুল বুঝতে পেরে স্ট্যাটাস ডিলিট করে দিয়েছিলাম। আরো একবার আমি আমার ভুল স্বীকার করছি”।

উল্লেখ্য, ওই শিক্ষিকার মতোই ভারতের অনেক জায়গায় পাকিস্তানের জয়ের আনন্দ পালন করা হয়েছিল, বিশেষত কাশ্মীর এবং দিল্লি সিমাপুরি এলাকায়। এইভাবে সর্বসমক্ষে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করা দেখে হতবাক হয়ে গেছে সকলে। এই কার্যকলাপের বিরোধিতা করেছেন বীরেন্দ্র শেহবাগ এবং গৌতম গম্ভীর।