বলিউড ইন্ডাস্ট্রির একজন সফল ও প্রতিভাধর অভিনেতা শাহিদ কাপুর। এযাবৎ নিজের অভিনয় জীবনে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। নিজের অনবদ্য অভিনয়ের মাধ্যমে ভক্তদের মুগ্ধ করেছেন তাতে কোনো সন্দেহ নেই। যদিও অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জার্সি’ বক্স অফিসে চমকপ্রদ কিছু দেখাতে পারেনি। সমালোচকদের কাছ থেকে ছবিটি ভালো রিভিউ পেলেও বক্স অফিসে বিশেষ পারফর্ম করতে পারেনি। তবে সম্প্রতি অন্য এক বিষয় নিয়ে খবরের শিরোনামে রয়েছেন তিনি। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘জার্সি’ ছবি ফ্লপ হওয়ার পরও নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন শাহিদ কাপুর।
প্রসঙ্গত, শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ ছবিটি বক্স অফিসে সেরকম দর্শক টানতে সক্ষম হয়নি। ছবিটির বক্স অফিস কালেকশন ছিলো মাত্র ১৯.৬৮ কোটি টাকা। ছবির নির্মাতারা ‘জার্সি’ ছবি নিয়ে বেশ আশাবাদী থাকলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সদ্যই আরো একটি বড়ো প্রোজেক্ট নিয়ে কথা বলছেন অভিনেতা।
জানা গেছে, ছবির পরিচালক শাহিদের সঙ্গে দেখা করলেন তিনি ৩৫ কোটি টাকার দাবি করেছেন ছবির জন্য, মা আগের ছবির থেকেও ৫ কোটি বেশি। এমতাবস্থায় শাহিদের এই দাবি শুনে রীতিমত দ্বিধায় পড়েছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, নির্মাতারা বেশ কিছুদিন সময় চেয়েছেন সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য। তার সাম্প্রতিক রিলিজ ‘জার্সি’ ছবির এরকম হতাশাজনক পারফরম্যান্স নির্মাতাদের দ্বিতীয়বার ভাবাচ্ছে বলেই ধারণা ফিল্ম ক্রিটিকদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় যে শাহিদকে কখনও অনন্যা পান্ডের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে কি না? সাংবাদিকদের এই প্রশ্নে শাহিদ জানান, “অনন্যা একজন অত্যন্ত সুন্দরী মেয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতাদের করা উচিত কারণ অভিনেতারা তাদের সহ-অভিনেতা বেছে নেওয়ার সুযোগ পান না।”