Koushik Dutta

ভারতের সনাতন সংস্কৃতিতে আঘাত! ‘আদিপুরুষ’ নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সইফ

সম্প্রতি এক সাক্ষাত্কারে সইফ আলি খান জানান,আমরা বিনোদনের সব রদস মজুত রাখব,সঙ্গে রাবণের সীতাহরণের দৃশ্যটি ন্যায়সঙ্গতভাবে দেখানো হবে। সইফের এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পরে,গোটা বিতর্ক নিয়ে আসরে নামে বিজেপিও। মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদম হুমকির সুরে বলেন, ‘আদিপুরুষ ছবিতে হিন্দুধর্মকে আঘাত করা হয়, তবে সেটা আমরা মেনে নেব না’। বিজেপির রোষানলে পড়ে ক্ষমা চাইতে হল সইফকে। এদিন সইফ বলেন, ‘‘জানতে পারলাম, আমার একটি মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। কিছু মানুষের ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু আমি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কিছু করিনি। আমি ক্ষমা চাইছি। আমার মন্তব্যটি ফিরিয়েও নিচ্ছি।