Arijit

অশ্বিনের জন্য দুঃখ হয়, ভারত ওর কেরিয়ারটাই নষ্ট করে দিল, সরব পাক ক্রিকেটার

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে শুধু ভারতই নয় বরং বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে এত ভালো বোলিং করা সত্ত্বেও শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই ভারতীয় দলে নিয়মিত সদস্য রবিচন্দ্রন অশ্বিন। সীমিত ওভারে ক্রিকেটে সেভাবে অশ্বিন কে দেখা যায় না।

   

২০১০ সালে ওডিআই এবং টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল অশ্বিনের। তার পর সবটাই ঠিকঠাক চলছিল। কিন্তু বিরাট কোহলি জমানায় তাঁর গায়ে সেঁটে দেওয়া হয় টেস্ট ক্রিকেটারের তকমা।

এবার অশ্বিন কে নিয়ে সরব হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাকলিন মুস্তাক। সাকলিন বলেছেন, ‘আমি অশ্বিনের জন্য দুঃখিত। কারণ আমি বুঝতে পারছি না কেন ওরা ওকে সাদা বলের ক্রিকেট থেকে সরিয়ে দিয়েছে। ওরা ওর বছর নষ্ট করেছে। কেরিয়ারে ক্ষতি করেছে। ও একটি সম্পূর্ণ প্যাকেজ। কারণ ও ব্যাট করতেও পারে। দুই ধরনের ক্রিকেটার রয়েছে- যারা কম রান দেয়, আবার উইকেটের জন্য ফাঁদ তৈরি করতে পারে। আমার মনে হয় অশ্বিন উভয়ের ভূমিকাই পালন করতে পারে।’