বলিউড,বিনোদন,সলমন খান,কভি ঈদ কভি দিওয়ালি,জগপতী বাবু,তেলেগু সিনেমা,Bollywood,Entertainment,Salman Khan,Kavi Eid Kavi Diwali,Jagapati Babu,Telegu Mivie

মাঝপথে ছেড়ে চলে গিয়েছে নিজের ভগ্নীপতি, সালমানের ‘কভি ঈদ কাভি দিওয়ালি’-তে এন্ট্রি নেবেন তেলেগু সুপারস্টার জগপতি বাবু!

বলিউডের ভাইজান সলমন খান বেশ কয়েকদিন ধরেই রয়েছেন সংবাদ শিরোনামে। তার এই সংবাদে থাকার কারন অবশ্য তার আসন্ন ছবি ‘কভি ঈদ কাভি দিওয়ালি’। দীর্ঘদিন ধরেই তার অনুগামীদের মধ্যে বেশ ক্রেজ চলছে এই মুভিটিকে ঘিরে। কিন্তু কখনও অভিনেতাদের সময়ের কারনে, আবার কখনও অভিনেতাদের কাস্টিংয়ের কারণে পিছিয়ে যাচ্ছে ছবিটি। তবে ছবিটির শুটিং শুরু হওয়ায় সাথে সাথেই, ছবিটির একটি দৃশ্য সলমন খান নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। আর তাই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তার অনুগামীদের মধ্যে।

বর্তমানে এই চলচিত্রের মধ্যে যুক্ত হতে চলেছে কিছু নতুন মুখ। প্রসঙ্গত, এর আগে আয়ুশ শর্মা এই প্রকল্পটি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সেই একই সময়ে সিনেমাতে আসেন পূজা হেগড়ে এবং সালমানের বিশেষ বন্ধু ভেঙ্কটেশ। তবে এবার খবর পাওয়া যাচ্ছে যে, খুব শীঘ্রই আরও এক তেলেগু অভিনেতা যুক্ত হতে চলেছেন এই ছবিতে। কানাঘুষো শোনা যাচ্ছে যে, তেলেগু অভিনেতা জগপতি বাবুকে ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

আসলে ইতিমধ্যে এই সিনেমা নিয়ে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সলমন খান একটি প্যান ইন্ডিয়া ফিল্ম বানাতে চাইছেন। সেই কারনে কাস্টিং নিয়ে কোনও ফাঁক ফোঁকর রাখতে চাইছেন না তিনি। এমনকি অভিনেতা অভিনেত্রীদের পছন্দ করতেও নিজেই বসে গেছেন দলের সাথে। তিনি নিজের হাতে তুলে আনছেন একের পর এক বিখ্যাত অভিনেতা অভিেত্রীদের। প্রথমে পূজা হেগড়ে তারপর ভেঙ্কটেশ আর এখন জগপতি বাবু।

এছাড়া এও জানা যাচ্ছে যে, আসলে তেলেগু অভিনেতা জগপতি বাবু, ইতিমধ্যে সালমান খানের আরেক আসন্ন ছবি ‘দাবাং-3’ তে আসতে চলেছেন। কিন্তু তারিখের কারণে তিনি এই ছবিটি করতে পারেননি। এরপর সলমন যখন তাকে ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ তে যোগ দিতে বলেন তখন অভিনেতা আর দেরি না করে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিয়েছিলেন। আসলে সলমন খানের দল এমন একজন খলনায়ক চেয়েছিল যে তার এবং ভেঙ্কটেশের মতো বড় তারকাদের সাথে লড়াই করার জন্য উপযুক্ত। এমতাবস্থায় জগপতির নাম মাথায় এলে তিনিই এখন এই ছবির প্রধান খলনায়ক।

ইতিমধ্যে জুন মাসের দিকে হায়দ্রাবাদে কভি ঈদ কভি দীওয়ালির শিডিউলে যোগ দেন জগপতি। হায়দ্রাবাদে তার দলের সঙ্গে ছবির শুটিংয়ে বিশেষ অংশের শুটিং করবেন সালমান। এই বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে এই ছবিটি। সালমান খান ছাড়াও ছবিতে দেখা যাবে পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, শাহনাজ গিল, জাসি গিল, রাঘব, সিদ্ধার্থ নিগম এবং মালভিকা শর্মার মতো অভিনেতাদের। তাই এই সিনেমা যে হিট হতে চলেছে তাই নিয়ে সন্দেহ নেই কারোর।

Avatar

Moumita

X