Entertainment,Bollywood,Amir Khan,Salman Khan,বিনোদন,বলিউড,সালমান খান,আমির খান

দর্শক টানতে নতুন স্কিম বলিউডের, এবার একসঙ্গে পর্দায় ফিরছে সালমান-আমির জুটি! খুশি ফ্যানেরা

বছরের পর বছর বলিউড(Bollywood) মাতিয়ে রেখেছেন তিন খান। তাঁদের তিনজনের বন্ধুত্বের সম্পর্ক অটুট। বলতে গেলে সেরা বন্ধু হিসেবেই পরিচিত তারা তিনজন। যেকোনো কঠিন পরিস্থিতিতেই একে অপরের পাশে দাঁড়ান তারা। তারা হলেন আমির খান(Aamir Khan), শাহরুখ খান(Shahrukh Khan) এবং সালমান খান(Salman Khan)।

সালমান খানের সঙ্গে যথেষ্টই ঘনিষ্ট বন্ধুত্ব আমির খানের। অন্যদিকে সালমানের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে শাহরুখ খানের সঙ্গে। সম্প্রতি ‘পাঠান’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছে শাহরুখ-সালমানকে। তবে প্রায় ৩০ বছর একসঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা যায়নি এই আমির ও সালমানকে।

১৯৯৪ সালে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই তারকা। এরপর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে দুজনেই হয়ে উঠেছেন প্রতিষ্ঠিত তারকা। মাঝখানে কেটে গিয়েছে বহু বছর। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আবার একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেতাকে। তবে একজন থাকবেন ক্যামেরার পিছনে এবং অন্যজন ধরা দেবেন অভিনেতার চরিত্রে।

বিগত সপ্তাহে আমির খানের বাসভবনে গিয়েছিলেন সুপারস্টার সালমান খান। তাদের বৈঠক নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। সূত্র মারফত জানা যাচ্ছে, সালমান খানকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন প্রযোজক আমির খান।

Entertainment,Bollywood,Amir Khan,Salman Khan,বিনোদন,বলিউড,সালমান খান,আমির খান
বিগত ৬ মাস ধরে পরিচালক আরএস প্রসন্নের সাথে স্ক্রিপ্ট তৈরি করছেন আমির খান। জানা যাচ্ছে, বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতেই আমির খানের প্রস্তাবকে না করেননি সালমান। বলিউড সুপারস্টার আমির খান এবং সালমান খানকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
Entertainment,Bollywood,Amir Khan,Salman Khan,বিনোদন,বলিউড,সালমান খান,আমির খান
উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পেয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবি। যদিও বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি এই ছবি। এরপরই অভিনয় জগত থেকে বিরতি নেন সুপারস্টার আমির খান। অন্যদিকে চলতি বছরই মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ‘কিসিকা ভাই কিসিকা জান’ ছবি। অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করছেন সালমান খানের এই ছবি বক্স অফিসে মুক্তি পাওয়ার জন্য। আর এরই মধ্যে শোনা গেল সুখবর, একসঙ্গে বলিউড জগতে কাজ করতে চলেছেন আমির খান এবং সালমান খান। কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর, অপেক্ষায় দর্শকরা।
Avatar

Additiya

X