Papiya Paul

নিজের বইতে হিন্দুত্ব নিয়ে কুমন্তব্য, জ্বালিয়ে দেওয়া হল সলমন খুরশিদের বাড়ি

কিছুদিন আগেই নিজের লেখা বইতে হিন্দু সমাজকে নিয়ে মুসলিম সমাজের তুলনা টানতে গিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন লেখক সলমান খুরশিদ। sunrise over Ayodhya: National hood in our Times”, এর একটি পংক্তিতে সালমান খুরশিদ লিখেছিলেন, সনাতন ধর্ম আক্রান্ত হয়েছে উগ্র হিন্দুবাদ দ্বারা।এই কট্টর হিন্দুত্ববাদী বোকার মত উগ্র জেহাদী সংগঠনের সাহায্য করে যায়”।

   

বই প্রকাশের পর থেকেই গোটা দেশজুড়ে শুরু হয়ে যায় তোলপাড়। কংগ্রেস নেতার এমন একটি আচরণের ফলে দলের অন্তর্বর্তী কলহ সৃষ্টি হয়। এই প্রসঙ্গে বিজেপি দাবি জানিয়েছিল, যদি কংগ্রেস সত্যি হিন্দুদের সম্মান করে তাহলে অবিলম্বে এই নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে দিতে হবে।

তবে এবার সেই নেতার ওরফে সেই লেখকের বাড়িতে চলল হামলা। নৈনিতালের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল। সলমান খুরশিদ সেই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে লেখেন,”আমার ধারণা, আজকের দিনে যে আমি ভুল কিছু বলিনি তা এই দৃশ্য প্রমাণ করে দেয়”।

কংগ্রেস নেতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লেখকের বাড়িতে বীভৎসভাবে ভাঙচুর চালানো হয়েছে। দাউদাউ করে জ্বলছে বাড়ি। আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুমায়ুনের ডিআইজি নিলেশ আনন্দ জানিয়েছেন, এই নিন্দনীয় ঘটনার জন্য রাকেশ কপিল সহ গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। এই বিষয়ে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।