বিনোদন,বলিউড,বলিউড গসিপ,অক্ষয় কুমার,সম্রাট পৃথ্বীরাজ,সোনু সুদ,Entertainment,Bollywood,Bollywood Gossip,Akshay Kumar,Samrat Prithviraj,Sonu Sood

‘সম্রাট পৃথ্বীরাজে’র ব্যবসার হাল খারাপ, তবুও কোটি কোটি পারিশ্রমিক নিয়েছেন অক্ষয়-সোনুরা

অক্ষয় কুমারের(Akshay Kumar) কেরিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ'(Samrat Prithviraj)। ভারতের সর্বশেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমাতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত, সোনু সুদ সহ আরো অনেকে।

গত ৩ জুন মুক্তি পেয়েছে এই সিনেমা। কিন্তু বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি এই ছবি। মুক্তির প্রথম তিন দিনে মাত্র ৪০ কোটির ব্যবসা করতে পেরেছে ইতিহাস সমৃদ্ধ এই ছবিটি। সাম্প্রতিক কালের মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবিগুলির সাথে তুলনা করলে অনেকটাই পিছিয়ে রয়েছে অক্ষয়-মানুষীর পৃথ্বীরাজ‌। যেখানে দক্ষিণী ছবি প্রথম দুই থেকে তিন দিনেই ১০০ কোটির মাইলফলক পার করে গেছে সেখানে ৫০ কোটির গন্ডিও ছুঁতে পারেনি ছবিটি।

তবে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো, এই সিনেমাতে অভিনেতা-অভিনেত্রীরা পারিশ্রমিক হিসাবে কত টাকা নিয়েছেন।

১) অক্ষয় কুমার (Akshay Kumar)- জানা গিয়েছে, অক্ষয় এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ৬০ কোটি টাকা।

২) মানুষী চিল্লার(Manushi Chhillar)- এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন মানুষী। এই ছবিতে পারিশ্রমিক পাচ্ছেন ১ কোটি টাকা।

৩) সোনু সুদ(Sonu Sood)- এই ছবির জন্য সোনুর পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা।

৪) সঞ্জয় দত্ত(Sanjay Dutta)- কাকা কানহার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। এই ছবিতে তার পারিশ্রমিক ৫ কোটি টাকা।

৫) মানব ভিজে(Manab Vij)- এই ছবিতে তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০ লক্ষ টাকা।

 

 

Avatar

Papiya Paul

X