বিনোদন,বলিউড,বলিউড গসিপ,সম্রাট পৃথ্বীরাজ,অক্ষয় কুমার,ওটিটি রিলিজ,আমাজন প্রাইম,Entertainment,Bollywood,Bollywood Gossip,Samrat Prithviraj,Akshay Kumar,OTT Release,Amazon Prime

Papiya Paul

বিগ বাজেটের ছবি সুপার ফ্লপ, ক্ষতির ভার সামলাতে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’!

চলতি বছরে ঠিক সময় ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের(Akshay Kumar)। এ বছরে তার অভিনীত দুটি ছবি ফ্লপ হয়েছে। ২০২১ সালে ‘সূর্যবংশী’ বক্স অফিসে দারুন হিট করেছিল। কিন্তু এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ছবি ‘বচ্চন পান্ডে’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। আর ঠিক কয়েক মাস পরই মুক্তি পায় অক্ষয়ের বিগ বাজেটের ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ'(Samrat Prithviraj)।

   

এই ছবি নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমা। এর ফলে বিরাট অংকের টাকার ক্ষতি হয় নির্মাতাদের। কিন্তু এই ছবি অত্যন্ত যত্ন সহকারে তৈরি করেছিলেন নির্মাতারা। পোশাক থেকে শুরু করে ছবি সেট সবই অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করা হলেও ভক্তদের মন জয় করতে পারেনি সম্রাট পৃথ্বীরাজ। আর যার ফলে ৫০ কোটি ব্যবসা করতেও অক্ষম হয়েছে এই সিনেমা।

তবে এবার ওটিটিতে মুক্তি পেতে চলেছে সম্রাট পৃথ্বীরাজ। যদিও ওটিটিতে যে বিরাট সাফল্য পেয়েছে তেমন কিন্তু নয়। এর কারণ মাত্র ১০ কোটির বিনিময়ে এই ছবি চিনেছে আমাজন প্রাইম। ১ জুলাই থেকে ওটিটি প্লাটফর্মে দেখা যাবে এই সিনেমা। শর্ত অনুযায়ী, ছবি মুক্তির ঠিক চার সপ্তাহের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ছবি।

বিগ বাজেটের এই ছবি থেকে এখন কিছু টাকাও তোলার চেষ্টা করছেন নির্মাতারা। তাই স্যাটেলাইট থেকেও কিছু টাকা আয়ের পরিকল্পনা করেছেন সিনেমার নির্মাতারা। কিন্তু তবুও ৫০ কোটি টাকা ক্ষতির ভার বহন করতে হবে গোটা টিমকে। একসময় এই ছবির প্রযোজক আদিত্য চোপড়া এই সিনেমার ব্যর্থতার জন্য এক প্রকার অক্ষয় কুমারকে দায়ী করেছেন।

তবে ছবি ফ্লপ নিয়ে কোন কথা বলেননি অক্ষয় কুমার। এই মুহূর্তে তিনি তার পরবর্তী ছবির প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আবার অন্যদিকে আরও বেশ কয়েকটি ছবির কাজ হাতে রয়েছে অক্ষয় কুমারের। প্রসঙ্গত, এর আগেও এক বছরে প্রায় ন’টা ছবি ফ্লপ হয়েছিল অক্ষয় কুমারের। কিন্তু তিনি থেমে যাননি।