Raj Chakraborty

Moumita

‘‘সন্ধাতারা’র নায়ক রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ! রইল তার আসল পরিচয়

স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক সন্ধ্যাতারার (Sandyatara) প্রোমো তো সকলেই দেখেছেন। এই ধারাবাহিকের (Bangla Serial) হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করছেন জি বাংলার হিরোইন অন্বেষা হাজরা (Annwesha Hazra) । এবং তার বোনের চরিত্রে দেখা যাবে অমৃতা দেবনাথকে (Amrita Debnath) । মিডিয়ার খবর অনুযায়ী স্টারের এই নতুন মেগা মূলত তেলেগু এর ব্লকবাস্টার সিরিয়াল দেভাথার রিমেক।

   

সোশ্যাল মিডিয়ার দাবি অনুযায়ী গল্পের প্লট হবে এরকম, একদিকে সন্ধ্যা হল গ্রামের মেয়ে যে খুব সরল, আর চটপটে। আর তার বোন তারা পুথিগত শিক্ষায় শিক্ষিত। এই চরিত্রটি প্রথমে ভালো থাকলেও পরে খল চরিত্র হয়ে যাবে! নায়ক প্রথম তারাকে ভালোবাসলেও পরে সন্ধ্যা কে ভালোবেসে ফেলবে! আর নায়কের চরিত্রে অভিনয় করছেন নবাগত হিরো সৌরজিৎ ব্যানার্জী।

প্রোমোতে তাকে একঝলক হৃদয় হারিয়েছে বঙ্গতনয়ারা। টেলি দুনিয়ায় ডেবিউ করতে না করতেই যে ঝড় তিনি তুলেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই নতুন বং ক্রাশের আসল পরিচয় জানেন কি? জানা গেছে টেলি দুনিয়ায় তিনি নতুন হলেও এই ইন্ডাস্ট্রির সাথে তার সম্পর্ক কিন্তু বহু পুরোনো। এমনকি এর আগে ক্যামেরার পেছনে কাজও করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, দুই বোনের একই বরের চরিত্রে অভিনয় করবেন সৌরজিত ব্যানার্জী (Saurojit Banerjee)। এর আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বা বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করলেও সিরিয়ালে হিরো হিসেবে এটাই তার প্রথম কাজ। প্রোমোতে হলুদ পাঞ্জাবিতে নায়ক হিসেবে সৌরজিতকে দেখে মুগ্ধ হয়েছেন বাংলার দর্শকদের একাংশ।

ইন্ডাস্ট্রির এই হ্যান্ডসাম হাঙ্ক আসলে টলিউডের খ্যাতনামা পরিচলক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ঘনিষ্ঠ একজন মানুষ। এর আগে তিনি বহুদিন রাজ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। যদিও তিনি বরাবরই নায়ক হতে চেয়েছিলেন। এবং অবশেষে পূরণ হতে চলেছে সেই স্বপ্ন।

টলিউড,বিনোদন,গসিপ,নতুন সিরিয়াল,সন্ধ্যাতারা,রাজ চক্রবর্তী,বাংলা সিরিয়াল,সৌরজিৎ ব্যানার্জী,Tollywood,Entertainment,Gossip,New Serial,Sandhyatara,Raj Chakraborty,Bangla Serial,Saurojit Banerjee

খোঁজ নিতে গিয়ে আরো জানা গেছে সৌরজিৎ আসলে মেদিনীপুরের ছেলে। লিলুয়ার ডনবস্কো থেকে পড়াশোনা করেছেন তিনি। এই মুহূর্তে তার বাসস্থান হাওড়া। জানা গেছে অভিনয় ছাড়াও বাইক রাইডিং-এর প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে। বাইক নিয়ে ঘুরতে তিনি বড়োই ভালোবাসেন। উল্লেখ্য, আগামী ১২ জুন থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ টার সময় দেখানো হবে সন্ধ্যাতারা।