Papiya Paul

সত্যের মুখোমখি সন্ধ্যা-তারা-আকাশনীল, বিয়ের ভাঙবে সন্ধ্যার! ফাঁস ‘সন্ধ্যাতারা’র ধুন্ধুমার পর্ব

নিউজশর্ট ডেস্কঃ কয়েক মাস আগেই স্টার জলসার(Star Jalsa) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা'(Sandhyatara)। দুই বোনের জীবনের গল্প বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এই দুই বোনের গল্পের মধ্যেও রয়েছে একটি টুইস্ট। কারণ দুই বোন একজন মানুষকেই ভালোবাসেন। এখানে ত্রিকোণ প্রেম দেখানো হলেও এখনও হিংসা বা শত্রুতার কোন কাহিনী সামনে আসেনি।

   

নিজের ভালবাসার মানুষকে দিদির হাতে তুলে দিয়েছে ছোট বোন। বড়লোক পরিবারের শিক্ষিত এবং আধুনিক ছেলে আকাশনীল। যে ভালোবাসে তারাকে। আবার তারাও ভালোবাসে আকাশ নীলকে। কিন্তু মায়ের কথা অনুযায়ী তারাকে ছেড়ে তার দিদি সন্ধ্যাকে বিয়ে করতে বাধ্য হয় আকাশনীল। ওদিকে দিদির সঙ্গে নিজের মনের মানুষের বিয়ে হচ্ছে এই কথা জেনেও দিদির সংসার ভাঙার চেষ্টা করেনি তারা।

তার বদলে সকলকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেছে তারা। এইসব কথা কিছুই জানেনা আকাশনীল এবং সন্ধ্যা। ওদিকে আকাশনীল এখনো তারাকে ফিরে পেতে চায় আবার অন্যদিকে সন্ধ্যা আকাশনীলকে নিজের মন দিয়ে দিয়েছে। যারা এই ধারাববাহিক নিয়মিত দর্শক তারা জানেন যে সন্ধ্যাকে আকাশ ডিভোর্স দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। কিন্তু সন্ধ্যা আবার এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়। তাই বরের কাছ থেকে এক মাস সময় নিয়ে সে নিজেকে গড়তে চাইছে।

ওইদিকে আকাশ সন্ধ্যার পাগলামি মেনে না নিয়ে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যাও আকাশের পিছু নিয়ে ওর গাড়ির ডিকিতে উঠে পড়ে। সন্ধ্যা এবং আকাশ দুজনেই কলকাতা এসে পড়ে। মাঝ রাস্তায় হারিয়ে যায় সন্ধ্যা। অবশেষে অনেক কাণ্ড করার পর নিজের বোনের মেসের ঠিকানা নিয়ে সেখানে যায় সন্ধ্যা। এদিকে আকাশও তার সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছে গেছে। এরপর তারা তিনজনই এক জায়গায় মুখোমুখি হবে নাকি? কোন ভাবে সত্যিটা লুকিয়ে থাকবে সেটা সময় বলবে।