বিনোদন,বলিউড,বলিউড গসিপ,কঙ্গনা রানাওয়াত,সালমান খান,সঞ্জয় লীলা বনশালি Entertainment,Bollywood,Bollywood Gossip,Kangana Ranauat,Salman Khan,Sanjay Leela Bhanusali

‘আপনি কি গিরগিটি?’ কঙ্গনাকে প্রথমবার দেখে কেন এমন বলেছিলেন সঞ্জয় লীলা বনশালি!

বলিউডের(Bollywood) বড় বড় সেলিব্রেটিদের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের(Kangana Ranauat) সম্পর্ক যে খুবই খারাপ সেটা সকলেই জানেন। মাঝেমধ্যেই তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে জায়গা করে নেন কঙ্গনা। তবে কয়েকদিন আগেই সালমান খানের(Salman Khan) বোন অর্পিতা খানের পার্টিতে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তখন থেকেই সালমানের সঙ্গে তার নতুন করে বন্ধুত্ব নিয়ে বেশ কানাঘুষা চলছে।

অন্যদিকে কঙ্গনার ছবি ‘ধাকর’-(Dhakad) এর প্রচারের সময় তিনি ভাইজানের সঙ্গে তার পুরনো দিনের বন্ধুত্বের সম্পর্কে মন্তব্য করেন। অভিনেত্রী বলেন যে তখনো অভিনয় জগতে সেভাবে পা রাখেননি তিনি। আর সেই জন্য সালমান তাকে পরামর্শ দিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে দেখা করতে। সেইমতো সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যান কঙ্গনা। সঙ্গে নিয়ে যান তার পোর্টফলিও,যেখানে বিভিন্ন রূপে তার নানা রকম ছবি তোলা ছিল।

পরিচালকের কাছে পৌঁছে যখন তিনি নিজের পোর্টফলিও তার হাতে দেন তখন খুব কৌতুহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিলেন পরিচালক। এরপর এই পরিচালকের প্রশ্ন, ‘আপনি কি গিরগিটি না অন্য কিছু?’ এর সাথেই তিনি আবার বলেন, ‘প্রত্যেকটি ছবিতে আপনাকে আলাদা দেখতে লাগছে।’ এরপরে কঙ্গনা আবার পাল্টা প্রশ্ন করেন, ‘স্যার এটা ভালো লক্ষণ নাকি খারাপ?’ এর উত্তর অবশ্য সঞ্জয় বলেছিলেন তিনি নিজে কিছু বলতে পারবেন না। এমনকি কঙ্গনাকে নিজেই সেটা খুঁজে বার করতে বলেন।

আপাতদৃষ্টিতে দেখলে বোঝা যাবে পরিচালকের সেই মন্তব্য আজ সত্যি প্রমাণিত হয়েছে। প্রত্যেকটি ছবিতেই বিভিন্ন রূপে ধরা দেন কঙ্গনা। মণিকর্ণিকা হোক কিংবা জাজমেন্টাল হ্যায় কেয়া, গ্যাংস্টার থেকে ফ্যাশন সব ছবিতেই নতুন নতুন চরিত্রে ধরা দিয়েছেন তিনি। আর প্রত্যেকবারই তার অসাধারণ অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে। যদিও তার নতুন ছবি ‘ধাকর’ মুখ থুবড়ে পড়েছে কিন্তু তার অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচক থেকে দর্শকদের কাছে।

এজেন্ট অগ্নি রূপে তার চরিত্র হলিউডের নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়েছে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন রামপাল, দিব্যা দত্ত সহ আরো অনেকে। এরপরেও আরও বেশ কিছু ছবির কাজে ব্যস্ত রয়েছেন তিনি। ‘এমার্জেন্সি’ ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। এছাড়া তেজস এবং সীতার মত ছবিও রয়েছে বলিউডের কন্ট্রোভার্সি কুইনের ঝুলিতে।

Avatar

Papiya Paul

X