Arijit

চূড়ান্ত ব্যর্থ ভারতের মিডলঅর্ডার, দ্বিতীয় ম্যাচে দলে পরিবর্তনের দাবি জানালেন সঞ্জয় মঞ্জরেকর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। তবে টেস্টের পর ওয়ানডে সিরিজ শুরু হলেও ভারতীয় দলের পারফরমেন্সে খুব একটা পরিবর্তন হয়নি। ফের ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হল ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে 31 রানে হারল ভারত। সেই সঙ্গে 1-0 ফলাফলে পিছিয়ে গেল রাহুলের টিম ইন্ডিয়া।

   

ভারতের এই হারের জন্য দায়ী ভারতের মিডিল অর্ডার ব্যাটিং। শুরুটা দারুণ করেছিলেন ভারত ওপেনার শিখর ধাওয়ান এবং তিন নম্বরে নামা বিরাট কোহলি। তবে এই দু’জন আউট হতেই ধ্বসের মুখে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ। নিয়মিত ব্যবধানে ভুলভাল শট খেলে নিজেদের উইকেট ছুড়ে দিয়ে এলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। যার কারণে হারতে হল ভারতকে।

ভারতের হারের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের দাবি জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার। সঞ্জয় মঞ্জরেকরের মতে, “এই ভারতীয় দলে শেষের দিকে এমন কোন ব্যাটসম্যান নেই যে বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারবে। সেই কারণে বরাবর ভারতের মিডল অর্ডার কম জোর মনে হয়। আর সেই কারণেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় দলের সূর্য কুমার যাদব এর অন্তর্ভুক্তির কথা বললেন সঞ্জয় মঞ্জরেকার।”