Saregamapa

Additiya

‘যোগ্যতা অনুযায়ী সম্মান পেয়েছি’, বিতর্কের মাঝে মুখ খুললেন ‘সারেগামাপা’ বিজয়ী পদ্মপলাশ

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গত রবিবার পথ চলা শেষ হয়েছে সারেগামাপা (Saregamapa) রিয়েলিটি শো-র। সকলকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন পদ্মপলাশ হালদার (Padmapolas Haldar) এবং অস্মিতা কর(Asmita Kar)। দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যালবার্ট কাবোর নাম। তৃতীয় স্থান অধিকার করেছেন সোনিয়া গজমে। চলতি বছর বিচারকের দায়িত্ব সামলেছেন শান্তুনু মৈত্র, রিচা শর্মা এবং শ্রীকান্ত আচার্য্য।

   

এছাড়াও ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো,  রথিজিৎ ভট্টাচার্য সহ একঝাঁক সংগীতশিল্পীকে দেখা গেছে বিচারকের আসনে। সঞ্চালনার দায়িত্ব সামলেছেন আবির চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের গ্রান্ড ফিনালে অর্থাৎ ৫ ফেব্রুয়ারি বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত হয়েছিলেন কুমার শানু এবং সোনু নিগম।

যদিও বিচারকদের সিদ্ধান্তে মোটেই খুশি নন দর্শকরা। অনেকেরই মতে প্রথম স্থান পাওয়া উচিত ছিল অ্যালবার্ট কাবোর। এই সমস্ত বিষয় নিয়ে এবার মুখ খুললেন পদ্মপলাশ হালদার। তাঁর কথায়,’ আমার যোগ্যতা অনুযায়ী আমাকে বেছে নিয়েছেন বিচারকরা’। তিনি বলেন, ‘ আমি ২০১৫ সাল থেকে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গান শিখছি। আমি জানতামই না যে মহাগুরুর আসনে বসবেন তিনি। নেটিজেনরা যে অভিযোগ তুলছেন তা একেবারেই ভিত্তিহীন’।

Padmapolas Haldar

সাক্ষাৎকারে অ্যালবার্ট কাবো-কে নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর কথায়, ‘আমি ও অ্যালবার্ট খুব ভালো বন্ধু। দর্শকদের নজরে ও প্রথম এটা আমার খুব ভালো লেগেছে। ওকে নিয়ে আমার মনে একটুও রাগ নেই’। এরপরই তিনি বলেন,’ যতজন প্রতিযোগী ছিল তাঁরা সকলেই আমার খুব ভালো বন্ধু। অঙ্কিত তো আমার ছোট ভাইয়ের মত’।

Padmapolas Haldar

আগামী দিনে কীর্তনকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন,’ আমি বরাবরই চাই মানুষের কাছে যেন ঐতিহ্য কীর্তন জায়গা পায়’। তবে আগামীতে প্লে ব্যাকের সুযোগ এলে সেই সুযোগও হাতছাড়া করতে চাননা তিনি। এমনটাই জানিয়েছেন সাক্ষাৎকারে।