Arijit

রঞ্জিতে শতরানের পর কেঁদে ভাসালেন সরফরাজ, আক্ষেপ জাতীয় দলে সুযোগ না পাওয়া

রঞ্জি ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করলেন মুম্বাইয়ের তারকা ক্রিকেটার সরফরাজ খান। সেঞ্চুরির পর চোখের জল ধরে রাখতে পারেননি সরফরাজ। সেঞ্চুরি করেই কেঁদে ভাসালেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেও জাতীয় দলে সুযোগ না পাওয়ার অক্ষেপেই কেঁদে ভাসালেন সরফরাজ খান।

   

একটা সময় সুযোগের অভাব, ফিটনেস সমস্যা এবং তার ফর্মের কারণে সরফরাজ কেরিয়ারের লক্ষ্য থেকে লাইনচ্যুত হয়ে পড়ছিলেন। 2019-20 রঞ্জি ট্রফি থেকেই তিনি একেবারে আলাদা একজন ব্যাটসম্যান হয়ে উঠেছেন। গত বারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের বিরুদ্ধে 275 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। এ ছাড়াও অন্য দুই ম্যাচে 165 এবং 153 রানের দু’টি দুরন্ত ইনিংস ছিল। 2019 সালের রঞ্জি থেকে যদি ধরা যায় তবে 15 টি ইনিংসে 150-র উপর গড়ে, সাড়ে সতেরোশোর কাছাকাছি রান করে ফেলেছেন সরফরাজ।

দীর্ঘদিন ধরে ব্যাট হাতে এমন দুর্দান্ত পারফরম্যান্স করার সত্ত্বেও জাতীয় দলে ডাক না পাওয়ার অভিমানই এইদিন ঝরে পড়ল মাঠের ভেতর। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে না নেওয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন প্রাক্তনীরা।