Arijit

স্বার্থ সঙ্ঘাতের মামলা সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে! ছাড়তে হবে বড় পদ

এবার স্বার্থ সংঘাতের অভিযোগ উঠল সরাসরি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে। যার কারণে এবার বড় সড় পদ থেকে ইস্তফা দিতে হবে তাকে। আইএসএল ক্লাব এটিকে মোহনবাগান দলের বোর্ড অফ ডিরেক্টর পদে রয়েছেন সৌরভ গাঙ্গুলী, অপরদিকে বিসিসিআই প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি। দুটি পদে একসাথে থাকার কারণে এবার মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি।

   

আইএসএল ক্লাব এটিকের সঙ্গে শুরু থেকেই রয়েছেন সৌরভ। এটিকের অন্যতম প্রচারক হিসেবেও তিনি প্রচার করেছেন। 2020 সালে এটিকে মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার পর বর্তমান এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর পদে ছিলেন তিনি। তবে এবার সেই পদ থেকে ইস্তফা দিতে হবে তাকে।

এটিকে মোহনবাগান ক্লাবের মালিক আরপিএসজি গোষ্ঠীর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সম্প্রতি তিনি আইপিএলে একটি দল নিয়েছেন। আর এখানেই তৈরি হয়েছে স্বার্থের সংঘাত। কারণ আইপিএলের সঞ্জীব গোয়েঙ্কাকে খেলতে হবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তত্ত্বাবধানে, অপরদিকে ফুটবলে এটিকে মোহনবাগানে একই সঙ্গে রয়েছেন সৌরভ এবং সঞ্জীব গোয়েঙ্কা। আর এই দুটি কখনও একসাথে চলতে পারে না। সেই কারণে এবার সৌরভ গাঙ্গুলীকে এটিকে মোহনবাগান ক্লাবের বোর্ড অফ ডিরেক্টর পদ ছাড়তে হবে।