Papiya Paul

বোরখা পড়ে প্রবেশ নিষেধ, বিজ্ঞপ্তি জারি করে বেকায়দায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে একটি পদক্ষেপ গ্রহণ করার জন্য হতে হল সমালোচনার শিকার। বিভিন্ন সময় গ্রাহকদের জন্য নানান রকমের স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহকদের সুযোগ সুবিধার দিকে নজর চিরকাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, তবুও এবার নিজেদেরই একটি কাজের জন্য সমালোচিত হতে হলো জলপাইয়ের নেহেরু নগর শাখার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে।

   

নেহেরু নগর শাখা পূর্ব কুর্লা এলাকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখাটি মূলত মুসলিম অধ্যুষিত এলাকায় রয়েছে। সম্প্রতি এই শাখাটি একটি বিজ্ঞপ্তি জারি করে যেখানে লেখা থাকে, “বোরখা পরে অথবা স্কার্ফ পরে ব্যাংকের ভেতর প্রবেশ করা যাবে না”। এই ধরনের বিজ্ঞপ্তি জারি করার পরেই হঠাৎ করে বিপাকে পড়ে যেতে হয় ব্যাংক কর্তৃপক্ষকে। ব্যাংকের ভেতরের একটি ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সমালোচনার শিকার হয়ে শেষ পর্যন্ত ৩ ওরা নভেম্বর এই বিজ্ঞপ্তি তুলে নিতে বাধ্য হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখা। শুধু তাই নয়, পরবর্তীকালে সর্বসমক্ষে ক্ষমা চেয়ে নিতে বাধ্য হয় এই শাখা। ব্যাংক কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে জানান,” এই বিজ্ঞপ্তি জারি করার পেছনে শাখার কোনরকম উদ্দেশ্য নেই। শুধুমাত্র নিরাপত্তা বজায় রাখার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল”।

সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও এবং ছবি তুলে নেওয়ার আবেদন জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বলেন, “ব্যাংকের ভেতরে এইভাবে ছবি অথবা ভিডিও তোলা নিষিদ্ধ। ব্যাংকের তরফ থেকে করা এই ঘোষণা যদি অপরাধমূলক কাজ হয়, তাহলে যিনি ছবি তুলেছেন তিনি ও কিন্তু একইভাবে অপরাধী”।