Arijit

‘বাড়িতে বসে মাইনে নিতে লজ্জা লাগছিল’, সেই টাকায় অ্যাম্বুল্যান্স দান করলেন স্কুল শিক্ষিকা

করোনা আবহে প্রথম পর্ব থেকেই বন্ধ রয়েছে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলির দরজা। প্রায় দেড় বছর ধরে বাড়িতে বসেই মাইনে পাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এই বিষয়টা একেবারেই ভালো লাগছিল না জলপাইগুড়ির শিক্ষিকা কেয়া সেনের। এই দুঃসময়ে করোনা রোগীদের পাশে দাঁড়াতে বেতনের টাকা দিয়ে অ্যাম্বুল্যান্স দান করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থাকে। শিক্ষিকা কেয়া সেনের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছ রাজ্যবাসী।