Sealdah Station getting First Vande Bharat Express notification by Indian Railway

যাত্রীদের জন্য সুখবর! প্রথম বন্দে ভারত পাচ্ছে শিয়ালদহ, দেখুন গন্তব্য থেকে রুট

পার্থ মান্নাঃ প্রতিনিয়ত যাত্রীদের জন্য রেলযাত্রা আরও উন্নত ও আরামদায়ক করে তোলার প্রচেষ্টায় রয়েছে ভারতীয় রেল। প্রতিমাসেই একাধিক বন্দে ভারত চালু হওয়ার খবর শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গেও প্রচুর বন্দে ভারত ট্রেন চলে, যদিও এতদিন সমস্ত ট্রেনগুলিই চলত হাওড়া স্টেশন থেকে।হাওড়া টু পুরী, পাটনা কিংবা এনজেপি সবই ছাড়ত হাওড়া থেকেই। তবে এবার শিয়ালদহ থেকেও চলবে বন্দে ভারত। বলা ভালো পুজোর মাঝেই ঘোষণা হল শিয়ালদহ থেকেই প্রথম বন্দে ভারতের। আজকের প্রতিবেদনে রইল নতুন ট্রেনের গন্তব্য থেকে রুটের সম্পর্কে বিস্তারিত।

প্রথম বন্দে ভারত পেল শিয়ালদহ

এবার শুরু হাওড়া নয় শিয়ালদহ থেকেও ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। জানা যাচ্ছে শিয়ালদহ থেকে বিহারের সহরসা পর্যন্ত চলবে এই ট্রেন। ইতিমধ্যেই এই মর্মে সমস্তিপুর থেকে শুরু করে যাত্রাপথের বাকি রেল ডিভিশনগুলিকে ট্র্যাকের সুরক্ষার ব্যবস্থা পাকা করে বাকি সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। তাই এবার বিহারের যাত্রীদের আরও সুবিধা হবে বলেই আশা করা হচ্ছে।

শিয়ালদহ-সহরসা বন্দে ভারত এক্সপ্রেসের রুট

যেমনটা জানা যাচ্ছে সহরসা থেকে ভায়া ঝাঝা ও কিউল হয়ে শিয়ালদা স্টেশনে আসবে। ট্রেনটি ইতিমধ্যেই তার নোটিফিকেশন জারি হয়েছে। যা এসে পৌঁছেছে সংবাদ মাধ্যমের কাছে। তবে যাত্রাপথে কোথায় কোথায় থামবে বা কবে ও কটা নাগাদ শিয়ালদহ থেকে সহরসার উদ্দেশ্যে রওনা দেবে সেটা এপর্যন্ত জানা যায়নি।

Sealdah To Saharsa new Vande Bharat Express Train Notification

লোক পাইলটদের দেওয়া হবে স্পেশাল প্রশিক্ষণ

নতুন এই রুটে ট্রেন চালানোর জন্য লোক পাইলটদের ট্রেনিং দেওয়া হবে বলেও জানা গিয়েছে। দুমাস আগেই নাকি কিছু লোকো পাইলটদের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। তাছাড়া সহরসা থেকে মানসীর পর্যন্ত রেলপথে সিগন্যাল প্যানেলের সেফটি চেকিংয়ের কাজও চলছে। তাই আশা করা হচ্ছে শীঘ্রই নতুন ট্রেনের সময়সূচি প্রকাশ করা হবে ভারতীয় রেলের পক্ষ থেকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X