East West Metro Update Boubazar Metro work likely to be done and Complete Metro Green Like by Next Durga Puja

দুর্গাপুজোর আগেই চালু হবে বউবাজার মেট্রো! বিরাট ঘোষণা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে

পার্থ মান্নাঃ যাত্রীদের আরও উন্নত পরিষেবা দিতে ও শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্তের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করে তুলতে প্রতিনিয়োগ কাজ করে চলেছে কলকাতা মেট্রো। ইতিমধ্যেই গঙ্গার বুক চিরে মেট্রো চালিয়ে এক ইতিহাস তৈরী হয়েছে। তবে যাত্রীদের অনেকেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কবে পুরো দমে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এত আগে ২০২৫ এর শুরুর দিকে কমপ্লিট হওয়ার কথা থাকলেও একাধিক জটিলতা আসার কারণে নিশ্চিতরূপে কিছু আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। তবে এবার প্রকাশ্যে এল নতুন আপডেট।

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে নয়া আপডেট

অক্টোবর মাসেই মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানান, শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো ঠিক কবে চালু হবে সেটা আপাতত বলা মুশকিল। কারণ বউবাজারে মেট্রোর কাজ বারেবারে বাধাপ্রাপ্ত হচ্ছে। যে ২০০ মিটার অংশে কাজ চলছে সেখানে প্রতিদিনও নতুন জটিলতার সম্মুখীন হতে হচ্ছে মেট্রো ইঞ্জিনিয়ারদের। তাই এই মুহূর্তে কোনো কিছুই বলা খুব মুশকিল।

তবে সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগামী বছর দুর্গাপুজোর মধ্যেই ১৬.৬ কিলোমিটারের সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন জুড়ে দেওয়া হবে ও জনসাধারণের জন্য খুলে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই খবরে আশাবাদী নিত্যযাত্রীরা। কারণ একবার চালু হয়ে গেলে রাষ্ট্র জ্যাম যেমন কমবে তেমনি অনেক কম সময়ে সহজেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে।

বউবাজার মেট্রো লাইন

বউবাজারে মেট্রোর কাজ চলাকালীন একাধিক বার বিপর্যয় হয়েছে। যার জেরে কাজের গতি ধীরে হয়ে যাচ্ছে। তবে কোনোরকম তাড়াহুড়ো না করে অত্যন্ত সাবধানতার সাথে কাজ শেষ করা হবে। এরপর চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে পরিদর্শন করা হবে। সমস্ত কিছু ঠিক থাকলে শিয়ালদহ-এসপ্ল্যানেড লাইন জুড়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, বর্তমানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিমি লাইনে মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। এদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯.৪ কিমি লাইনও চালু রয়েছে। শুধুমাত্র বউবাজারের কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষা তাহলে সবটা জুড়ে সম্পূর্ণ ১৬.৬ কিমি লাইনেই পরিষেবা শুরু করা যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X