সৌরভ গাঙ্গুলির পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলেটিকে চিনতে পারছেন কি? ছবিতে লাল জামা পরে থাকা এই বালকটি এখন লাখো মেয়ের হার্টথ্রব। যার একটা ঝলক বাড়িয়ে দেয় মেয়েদের হার্টবিট চিনতে পারলেন কি তার ছোটোবেলার ছবি?
সম্প্রতি মহারাজার একটিৎ ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু মহারাজ নন, বরং তার পাশে দাঁড়িয়ে থাকা বালকটি। লাল জামা,মুখে হাসি নিয়ে পোজ দিচ্ছে সে। ছবি প্রকাশ্যে আসার মাত্রই উত্তেজনায় বিহ্বল হয়ে পড়েছে অনুরাগীরা।
জানিয়ে রাখি, এই ছেলেটি আর কেউ নয় সকলের প্রিয় মিঠাই ধারাবাহিকের উচ্ছে বাবু অর্থাৎ আদৃত রয়। বেশ কিছুদিন আগেই পুরো হল্লা পার্টি নিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়েছিলেন আদৃত ওরফে উচ্ছে বাবু। যদিও সেটাই প্রথম নয়, এর আগেও রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ ছবির প্রমোশনের সময়ও ‘দাদাগিরি’র মঞ্চে উপস্থিত ছিলেন তিনি।
View this post on Instagram
সেবার আদৃতর উজ্জ্বল ব্যক্তিত্বময় কথাবার্তা এবং গান শুনে রীতিমত ফ্যান হয়ে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এবং ক্যামেরার সামনে নিজের মুগ্ধতার কথা জাহির করতেও বিন্দুমাত্র কার্পণ্য করেননি মহারাজ। তবে মহারাজ আর আদৃতর সম্পর্ক যে নতুন নয় তা জানা গেছে সদ্যই। এর আগেও এক ফ্রেমে বন্দি হয়েছেন তারা।
সম্প্রতি আদৃতর একটি ফ্যান পেজ থেকে সৌরভ আর অভিনেতার একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে সৌরভের পাশে লাল জামা পরে মুখে দীপ্ত হাসি নিয়ে ছবি তুলেছেন তিনি। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। বাংলার দুই হার্টথ্রবকে একসাথে এক ফ্রেমে দেখে বেশ উৎসাহী হয়ে পড়েছে অনুরাগীরা।
প্রসঙ্গত, আদৃতের কেরিয়ারের শুরুটা সিনেমার হাত ধরে হলেও, তার জনপ্রিয়তা বেড়েছে মূলত ‘মিঠাই’ ধারাবাহিকের জন্য। এই ধারাবাহিক তার এক আলাদাই পরিচিতি তৈরি করে দিয়েছে সিনে ইন্ডাস্ট্রিতে। আর তার এই ভাইরাল ছবি যেন সেই পরিচিতিকে আরো একটু হাওয়া দিয়ে দিলো।