বলিউড,বিনোদন,রবিনা ট্যান্ডন,সৌন্দর্য,রাশা থাদানি,Bollywood,Entertainment,Raveena Tandon,Beauty,Rasha Thadani

রূপে গুনে মা’কেও ছাড়িয়ে গেলো রাশা, রবিনার ১৭ বছরের মেয়ের সৌন্দর্যের কাছে হার মানবে বলিউড অভিনেত্রীরাও

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন (Raveena Tandon) একসময় তার অভিনয় এবং সৌন্দর্য দিয়ে দেশের লাখো পুরুষের হৃদয়ে রাজত্ব করেছেন এই সুন্দরী। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন রবিনা। নব্বইয়ের দশকের একটা সময় তার বৃষ্টিভেজা রাতে হলুদ শাড়িতে ‘টিপটিপ বর্ষা পানি’ গানটি নিয়ে সরগরম থাকতো পেজ-থ্রির পাতা। আজ এতো বছর পরেও বহু পুরুষের স্বপ্ন সুন্দরী তিনি,দেখে কে বলবে যে তিনি তার সন্তানের মা।

তবে এই মুহূর্তে অভিনেত্রী লাইমলাইট কেড়ে নিয়েছে ব্লকবাস্টার ছবি KGF-2 তে নিজের দূর্দান্ত অভিনয়ের সৌজন্যে। ছবিতে প্রধানমন্ত্রী রামিকা সেনের ভূমিকায় অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন। বলাইবাহুল্য তার অনবদ্য অভিনয়ের গুনে মুগ্ধ দর্শকমহল। দীর্ঘ বিরতির পর এহেন নজরকাড়া কামব্যাক রীতিমত সাড়া ফেলে দিয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে আজ এই প্রতিবেদন রবিনার জন্য নয়, আজ জানাবো তার কনিষ্ঠ কন্যা রাশার কথা যে কিনা রবিনার চেয়েও কয়েক কদম এগিয়ে।
বলিউড,বিনোদন,রবিনা ট্যান্ডন,সৌন্দর্য,রাশা থাদানি,Bollywood,Entertainment,Raveena Tandon,Beauty,Rasha Thadani

তার সবচেয়ে ছোট কন্যা রাশা মায়ের মতই অপরূপ সুন্দরী। মাত্র ১৭ বছর বয়সেই নিজের রূপ লাবণ্যে ক্লিন বোল্ড করতে পারে যে কাউকেই। এমনকি এই বয়স থেকেই রাশার সৌন্দর্যের তুলনা করা হয় বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের সাথে। প্রায়শই হট অবতারে সোশ্যাল মিডিয়ায় ধরা দেন তিনি, বিভিন্ন ফোটো শুট বা রিলসের মাধ্যমে নেট জনতার কাড়েন তিনি। তার এই অপরূপ সৌন্দর্যের ফ্যান ফলোয়িং নেহাত কম নয়। ইতিমধ্যেই রাশার ফ্যাশন সেন্স আর সৌন্দর্য ঘুম কেড়েছে অনেক পুরুষের।
বলিউড,বিনোদন,রবিনা ট্যান্ডন,সৌন্দর্য,রাশা থাদানি,Bollywood,Entertainment,Raveena Tandon,Beauty,Rasha Thadani

কেরিয়ারের কথা বলতে গেলে এই ২০১১ সালে ধীরুভাই আম্বানি স্কুল থেকে তার মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেছেন তিনি। তবে রবিনার মেয়ে অভিনয় জগতের প্রতি একদমই আগ্রহী নয়। বরং তাঁর প্যাশন মিউজিক। নিজের ইনস্টাগ্রাম রিলে নিজে হাতে পিয়ানো বাজিয়ে বিভিন্ন ধরণের গান গেয়ে পোস্ট করেন রাশা। যদিও তার অনুরাগীরা ভবিষ্যতে তাকে বড়ো পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনুরাগীদের এই ইচ্ছে পূরণ হবে কি না সে তো সময়ই বলবে।

Avatar

Moumita

X