বলিউডের বিখ্যাত সুপারস্টার অমিতাভ বচ্চনকে নিয়ে আলাদা করে বলার কিছুই থাকেনা। প্রবীণ এই তারকা আজও যেভাবে সকলের মনোরঞ্জন করে চলেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তবে এবার অমিতাভ বচ্চনকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন সালমান খানের বাবা সেলিম খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেলিম খান বলেন, “অমিতাভ বচ্চন ক্যারিয়ারে অনেক কিছুই অর্জন করেছেন। তবে এই ইঁদুর দৌড় এবং তাড়াহুড়ো থেকে নিজেকে মুক্ত রাখা উচিত এবার নিজেকে। এবার কিছুটা হলেও বিরতি নেওয়া উচিত তাঁর”।
সম্প্রতি অমিতাভ বচ্চন পালন করলেন ৭৯ তম জন্মদিন। সাথে সেলিমের এই সাক্ষাৎকার ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। দৈনিক ভাস্করের সঙ্গে আলাপচারিতার সময় অমিতাভ বচ্চন প্রসঙ্গে সেলিম বলেন, বচ্চন সাহেবের এবার অবসর নেওয়া উচিত। জীবনে যা যা অর্জন করার সবকিছু তিনি পেয়েছেন। একজন ব্যক্তির নিজস্ব কিছু সময় রাখা উচিত। নিজের জীবনকে খুব ভালোভাবেই উপভোগ করেছেন তিনি। তবে সফলতার পাশাপাশি এবার নিজেকে সময় দেওয়া ভীষণভাবে জরুরি”।
সাক্ষাৎকার সেলিম আরও বলেছিলেন, “অবসর মানে একজন ব্যক্তি নিজস্ব জীবন নিজের মতো করে কাটাতে পারেন। লেখাপড়া, কেরিয়ার এবং সংসারের দায়িত্ব সামলাতে সামলাতেই একজন মানুষের জীবন কেটে যায়।জীবনের সায়ান্নে এসে তাই সকলের প্রয়োজন কিছুটা বিশ্রাম এবং কিছুটা নিজস্ব সময়”।
উল্লেখ্য, ১৯৭৩ সালে জঞ্জির সিনেমাতে একসাথে কাজ করেছিলেন সেলিম খান এবং অমিতাভ বচ্চন।ভারতীয় ছবির অন্যতম মাইলস্টোন ছিল এই সিনেমা। জয়ের চরিত্রে অমিতাভ বচ্চনের অনবদ্য। অ্যাংরি ম্যান ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। এরপর সেলিমের লেখা দিওয়ার, মজবুর, কালা পাথর, দোস্তানা, ডন, ত্রিশূল সহ আরো বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।