Several Local Trains Cancelled in Howarh Tarakeshwar Aarambag line due to power block see cancelled train list

নিত্যযাত্রীরা সাবধান! শনি ও রবিবার বাতিল একঝাঁক লোকাল ট্রেন, সমস্যা পড়া আগেই দেখে নিন তালিকা

পার্থ মান্নাঃ প্রতিদিন কাজে যাওয়ার জন্য হোক বা ভ্রমণের উদ্দেশ্যে ট্রেনের ব্যবহার কমবেশি সকলকেই করতে হয়। বিশেষ করে হাওড়াতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজের উদ্দেশ্যে লোকাল ট্রেন ধরে আসেন। তবে এবার নিত্যযাত্রীদের জন্য খারাপ খবর পাওয়া গেল! আগেইম শনি ও রবিবার বন্ধ থাকবে হাওড়া থেকে তারকেশ্বর ও আরামবাগ লাইনের আপ ও ডাউন লাইনের ট্রেন। কটার ট্রেন বাতিল? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

হাওড়া তারকেশ্বর আরামবাগ লাইনে ট্রেন বাতিল

আজ পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে আগামী শনিবার রাত্রে আপ লাইনে একটি হাওড়া তারকেশ্বর ও একটি তারকেশ্বর আরামবাগ লোকাল বাতিল করা হয়েছে। আর ডাউন লাইনে একটু ট্রেন বাতিল হয়েছে। একইসাথে পরের দিন অর্থাৎ রবিবারেও আপ ও ডাউন লাইনে ৩ টি ট্রেন বাতিল করা হয়েছে। তাই এই সময় যদি কেউ যাত্রা করার কথা ভেবে থাকেন তাহলে যাত্রার সময় পরিবর্তন করে নেওয়াটাই শ্রেয়। নিচে বাতিল হওয়া ট্রেনের তালিকা দেওয়া হলঃ

বাতিল হওয়া ট্রেনের তালিকাঃ

  • শনিবার 38351 আপ হাওড়া তারকেশ্বর লোকাল
  • শনিবার 37391 আপ তারকেশ্বর আরামবাগ লোকাল
  • শনিবার 37394 ডাউন আরামবাগ তারকেশ্বর লোকাল
  • রবিবার 37411 আপ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল
  • রবিবার 37385 আপ তারকেশ্বর আরামবাগ লোকাল
  • রবিবার 37312 ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল
  • রবিবার 37412 ডাউন তারকেশ্বর শেওড়াফুলি লোকাল
  • রবিবার 37386 ডাউন আরামবাগ তারকেশ্বর লোকাল

আরও পড়ুনঃ শিশুদের ভবিষ্যতের হবে সুরক্ষিত, নাবালকদের জন্যও চালু হল পেনশন স্কিম, এভাবে করুন আবেদন

আসলে অমৃত ভারত প্রকল্পের দৌলতে তারকেশ্বর স্টেশনে কাজ চলছে দ্রুত গতিতে। নতুন রূপে তারকেশ্বর স্টেশনেক সাজানোর জন্য শুরু হয়েছে ফুট ওভার ব্রিজের কাজ। সেই কারণেই শনিবার রাত্রি থেকে রবিবার সকাল পর্যন্ত পাওয়ার ব্লক করা হচ্ছে। সপ্তাহের অন্যদিন যাত্রীদের সংখ্যা বেশি থাকায় এই সময়টা বেছে নেওয়া হয়েছে। যাতে করে যাত্রীদের কম অসুবিধা হয়। তাছাড়া তারকেশ্বর স্টেশনে মাইকিং করে ট্রেন বাতিলের খবর প্রচার করা হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X