Papiya Paul

‘অক্ষয়ের লক্ষীলাভ’, এই বছরেও বক্সঅফিস কাঁপাবে খিলাড়ি কুমার, আসছে এই ৬ টি ধামাকাদার সিনেমা

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের ক্যারিয়ার এখন অনেক বেশি ঊর্ধ্বমুখী। একের পর এক সুপারহিট সিনেমা তিনি বিগত কয়েক বছর ধরে দর্শকদের উপহার দিয়ে আসছেন। করোনা মহামারীর আগে থেকে করোনার সময়েও তিনি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন অনুরাগীদের। এই অভিনেতা কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকতে খুবই পছন্দ করেন। প্রতি বছরে তার তিন থেকে চারটি সিনেমা মুক্তি পায়। আর চলতি বছরেও সেটার অন্যথা হবে না। চলতি বছরে তার বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

   

১.বচ্চন পান্ডে- ইতিমধ্যে ‘বচন পান্ডে’র প্রথম লুক এবং পোস্টার প্রকাশিত হয়েছে। আবার এই ছবির টাইটেল ট্রাক এবং রোমান্টিক গান মুক্তি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে এই ছবির ট্রেলার রিলিজ হয়েছে। এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে কৃতি স্যাননকে। আগামী ১৮ মার্চ এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

২. রাম সেতু- সম্প্রতি ‘রামসেতু’ সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয় কুমার। এখানে তার সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুসরাত ভারুচা। অক্টোবরেই ছবি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

৩. রক্ষা বন্ধন- গত বছরই এই ছবিটির ঘোষণা হয়েছিল। করোনার জন্য ছবির মুক্তির তারিখ পিছিয়েছে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবি রাখি পূর্ণিমা তিথিতে মুক্তি পাবে। আগস্ট মাসে আসছে অক্ষয় কুমারের ছবি রক্ষা বন্ধন।

৪. পৃথ্বীরাজ – এই ছবিটি দেশের মহান যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। ১০ জুন এই ছবিটি মুক্তি পাবে।

৫. গোর্খা – অক্ষয় কুমার ইতিমধ্যে দেশাত্মবোধক এই ছবির শুটিং শুরু করে দিয়েছেন। এই ছবিটি মেজর জেনারেল ইয়ান কার্ডোজোর জীবনী নিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে ইয়ান কার্ডোজোর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এই ছবির মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি।

৬. ওএমজি ২- এই ছবিটির পোস্টার এমনকি অক্ষয় কুমারের লুক গত বছরই ভাইরাল হয়ে গিয়েছিল। ছবির মুক্তির তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।