Shahrukh Khan

Moumita

‘এরকম সুন্দরী যদি আমার উপরে বসেও করত….!’ দীপিকার সাথে ফ্লার্টিং-এ মজলেন শাহরুখ

এক আলাদাই ম্যাজিক আছে শাহরুখ-দীপিকার জুটিতে। ‘ওম শান্তি ওম’ দিয়ে যে কেমিস্ট্রি শুরু হয়েছিল তা আজও অব্যাহত। আর সাম্প্রতিক রিলিজ ‘পাঠান’ (Pathan) তার জ্বলন্ত উদাহরণ। এই নিয়ে দীপিকা (Deepika Padukone) একবার বলেছিলেন, “আমাদের রসায়ণ একইরকম রয়ে গিয়েছে। তবে চিত্রনাট্যের বাইরেও আমাদের সমীকরণটা বিশেষ।” আর এবার মুখ খুললেন খোদ শাহরুখ (Shahrukh Khan)।

   

নায়িকার হিট নায়কও কিছু কম যান না! খুল্লম খুল্লা ফ্লার্টিংয়ে মজলেন শাহরুখ। আসলে ছবিতে দীপিকার ক্ষুরধার অভিনয়ে ঘায়েল হয়ে গিয়েছেন খোদ অভিনেতা। সম্প্রতি দীপিকার একনিষ্ঠ ভক্তের মত সেই কথাই জানালেন তিনি। সাথে অভিনেত্রীর রূপের প্রসংশাতেও পঞ্চমুখ হয়ে উঠলেন তিনি।

শাহরুখের কথায়, ‘আমার দেখা সেরা অ্যাকশন সিকোয়েন্সগুলোর মধ্যে অন্যতম ওর দৃশ্যগুলো। অনেকেই দেখেছেন। ট্রেলারেও দেখানো হয়েছে দীপিকার অ্যাকশন সিকোয়েন্স। যেখানে একটা মানুষের উপর বসে, তাকে পুরো ঘুরিয়ে আবার মেঝেতে ছুঁড়ে ফেলে মারপিট … ইশ যদি আমার সঙ্গে ও এরকম করত।’

সাথে তিনি আরো বলেন, ‘ওর ভিতরে এত ভাসবাসা যে কী বলব! আমার তো ওই ছেলেটাকে দেখে হিংসে হচ্ছিল যে এত্ত সুন্দরী একটা মেয়েকে এত কাছ থেকে পাওয়া! আমি হলে বলতাম- আরো মারো, আরো মারো আমাকে।’ আপাতত শাহরুখের এই মন্তব্যটিই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

বলিউড,বিনোদন,গসিপ,দীপিকা পাড়ুকোন,শাহরুখ খান,পাঠান,ফ্লাটিং,Bollywood,Entertainment,Gossip,Deepika Padukone,Shahrukh Khan,Pathan,Flirting

প্রসঙ্গত উল্লেখ্য, শাহরুখের সাথেই ফিল্মি কেরিয়ার শুরু করেন দীপিকা। ‘ওম শান্তি ওম’র মত ব্লকব্লাস্টার হিট উপহার দেন সিনেমাপ্রেমীদের। তারপর থেকে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’.. একের পর এক ব্লকব্লাস্টার। ‘শান্তিপ্রিয়া’ এখন ‘বলিউডের মাস্তানি’। পাশাপাশি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা তিনি।

এই সবকিছুর জন্য কোথাও না শাহরুখের প্রতিও কি কৃতজ্ঞ তিনি? এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘একজন শিল্পী হিসেবে যত না বেশি শ্রদ্ধা করি, তার থেকেও মানুষ শাহরুখ খানকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। শাহরুখ না থাকলে আজ আমি এখানে পৌঁছতেই পারতাম না। কিংবা ও যদি আমার পাশে না থাকত…।’ এই পর্যন্ত বলেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সেদিন।