Box Office Collection

Moumita

শুধু শাহরুখ নন, ৭০০ কোটির উপর ব্যবসা করেছে এই ৭ সুপারস্টারের ব্লকবাস্টার সিনেমা

গোটা দেশে এখন একটাই আলোচনা, আর তা হল শাহরুখ খানের (Shahrukh Khan) ‘পাঠান’ (Pathan)। ইতিমধ্যেই ৭০০ কোটির বেঞ্চমার্ক পার করে ফেলেছে ছবিটি। তবে এটাই কিন্তু প্রথম ছবি নয় যে ৭০০ কোটির কালেকশন (Box Office Collection) করেছে। পাঠানের আগে আরো বেশকিছু ভারতীয় ছবি (Indian Movie) বিশ্বব্যাপী এই অঙ্কটি অতিক্রম করে দেশের নাম উজ্জ্বল করেছে। আজকের প্রতিবেদনে রইল তার তালিকা।

   

আরআরআর : কইমই-র একটি প্রতিবেদন অনুসারে, রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘আরআরআর’ বক্স অফিস কালেকশন হল ১১৪৪ কোটি টাকা। পাশাপাশি একাধিক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে ছবিটি।

বাহুবলী ২ : প্রভাস অভিনীত ছবি ‘বাহুবলী’র কথা বোধহয় সবাই জানে। ছবির দ্বিতীয় কিস্তির বিশ্বব্যাপী কালেকশন ছিল প্রায় ১৮০০ কোটি টাকা। মাত্র ৬ দিনেই ৮০০ কোটির ব্যবসা করেছিল ‘বাহুবলী ২’।

দঙ্গল : আমির খানের ছবি ‘দঙ্গল’র বিশ্বব্যাপী কালেকশন ছিল প্রায় ১৩৫৭ কোটি টাকা। এটি ছিল ছবিটির মোট সংগ্রহ।

রোবট 2.0 : অক্ষয় কুমার এবং রজনীকান্ত অভিনীত ছবি ‘রোবট 2.0’ ৫০০ কোটির বাজেটে তৈরি হয়েছিল। ছবিটির বিশ্বব্যাপী কালেকশন ছিল প্রায় ৮০০ কোটি টাকা।

বাহুবলী: দ্য বিগিনিং : ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি আলাদাই রেকর্ড গড়েছিল। বক্স অফিসে রীতিমত তান্ডব চালিয়েছে ছবিটি। মাত্র ১৮০ কোটির এই ছবির কালেকশন ছিল প্রায় ৭০০ কোটি টাকা।

বজরঙ্গি ভাইজান : এই তালিকার পরবর্তী ছবি হল বজরঙ্গী ভাইজান‌। সলমন খান এবং করিনা কাপুর অভিনীত ছবি ‘বজরঙ্গি ভাইজান’ বিশ্বব্যাপী প্রায় ৯৬৯ কোটি টাকা ঘরে এনেছিল।

KGF-2 : এই ছবির উন্মাদনা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। রকি ভাইয়ের ক্যারিশমা দেখার জন্য বক্স অফিসে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়‌। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ছবির মোট কালেকশন ছিল প্রায় ১৩০০ কোটি টাকা।