দীর্ঘ চার বছর পর এক গুচ্ছ মেগা বাজেটের ছবি নিয়ে কাম ব্যাক করছেন কিং খান শাহরুখ। তালিকায় রয়েছে পাঠান, জওয়ান এবং ডানকি। চারবছর পর শাহরুখের কামব্যাকের খবর শুনে যারপরনাই উচ্ছ্বসিত হয়ে উঠেছে ভক্তমহল। আর এই উত্তেজনার পারদ চড়াতেই প্রকাশ্যে এলো ডানকি ছবির শুটিং দৃশ্য।
তবে এই প্রথম নয়, এর আগেও মুম্বইয়ের সেটের শুটিং দৃশ্য ভাইরাল হয়ে পড়েছিলো নেট মাধ্যমে। এবার প্রকাশ্যে এলো সূদুর লন্ডনের ছবি। ভাইরাল হলো ছবির দৃশ্য সব শাহরুখের নতুন ছবির লুক। আর স্বাভাবিক ভাবেই শাহরুখের এই নতুন অবতার দেখে ব্যাপক উত্তেজিত হয়ে পড়েছে অনুরাগীরা।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গত ১৪ জুলাই মধ্যরাতেই শাহরুখ পাড়ি দিয়েছিলেন লন্ডনের উদ্দেশ্যে। সেখানেই চলছে ছবির বাকি দৃশ্যের শুটিং। আর তার ঠিক তিনদিন পর অর্থাৎ ১৭ জুলাই প্রকাশিত হয় ছবির একটি দৃশ্যের এক মুহুর্ত। আর তা সঙ্গে সঙ্গেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
#ShahRukhKhan behind the scenes of the movie #Dunki Today in #London #SRK pic.twitter.com/ZmYbAGQSDP
— Malk SRK (@Malk67565088) July 17, 2022
বহুল আলোচিত এই ছবিটিতে দেখা যাচ্ছে, কালো ট্রাউজার আর শার্ট পরে রয়েছেন শাহরুখ। হাতে ব্রেসলেট কিন্তু রুক্ষসুক্ষ চেহারা। লন্ডনের ওয়াটার লু ব্রিজের সামনে তোলা হয়েছে ছবিটি। ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন শাহরুখ।
ছবির একটা মুহূর্ত প্রকাশ্যে আসতেই চরম উন্মাদনা ছড়িয়েছে শাহরুখ ভক্তদের মধ্যে। দীর্ঘদিন পর তাকে পর্দায় দেখে কেউ লিখেছেন, ‘এসআরকে উইথ বিয়ার্ড’ তো কেউ আবার লিখছেন, ‘হ্যান্ডসাম অ্যাস অলওয়েস।’ প্রসঙ্গত, রাজকুমার হিরানী পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন বলি তারকা তাপসী পান্নু।
তবে এর পাশাপাশি আরও একটি ধামাকাদার খবর রয়েছে ছবিটি নিয়ে। রাজকুমার হিরানী নিজের ছবিকে আরও কম্প্যাক্ট করার জন্য তার অ্যাকশন প্যাকড এই ছবিতে ক্যামিও চরিত্রে নিয়ে আসছেন বলিউডের আরও এক খান’কে। খবর অনুযায়ী একটা ছোট চরিত্রে দেখা মিলবে ভাইজান সলমনের। জানিয়ে রাখি, রাজকুমার হিরানী পরিচালিত, শাহরুখ-তাপসী-সলমন অভিনীত এই মেগা বাজেটের ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর।