Arijit

‘কোহলি আউট ছিল না’, রাখঢাক না রেখে আম্পায়ারদের তুলোধনা করলেন শেন ওয়ার্ন

এই মুহূর্তে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচে বিশ্রাম কাটিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে কামব্যক করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে এইদিন খাতায় খুলতে পারলেন না কোহলি। শূন্য রানে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান তিনি। আজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন কোহলি। তবে কোহলির এই আউট নিয়েই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক।

   

বিরাট কোহলির এই বিতর্কিত এলবিডব্লিউ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় ক্রিকেট মহলে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। কোহলি নট-আউট ধরে নিয়েই তীব্র সমালোচনা করা হয় আম্পায়ারদের।

ভারতের ইনিংসের ৩০তম ওভারে পূজারা আউট হতেই ক্রিজে আসেন অধিনায়ক বিরাট কোহলি। এই ওভারের শেষ বলে কোহলির বিরুদ্ধে এলবিডব্লুিউ-র জোরালো আবেদন জানান নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। আউট দেন অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সঙ্গে সঙ্গে ডিআরএস নেন বিরাট। ব্যাটে বল লেগেছে কিনা, তা খালি চোখে বোঝা গেলেও, ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় বলের সিম কিছুটা ঘুরতে দেখা যায়। তার সত্ত্বেও তৃতীয় আম্পায়ার কোহলিকে আউট দিয়ে দেন।

আর কোহলির এই নিয়েই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। এমনকি কোহলির বড় সমালোচক ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও এই প্রসঙ্গে কোহলির পাশে দাঁড়িয়েছেন। এবার কোনও রাখঢাক না রেখে সরাসরি এই আউট নিয়ে মুখ খুলে কোহলির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

শেন ওয়ার্ন টুইটারে লেখেন, ‘এটা একেবারে পরিষ্কার নট-আউট। আমরা প্রায়শই প্রযুক্তি এবং এর ব্যবহার ও নির্ভুলতা নিয়ে আলোচনা করি। আসল সমস্যা হল প্রযুক্তির যথাযথ বিশ্লেষণে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বল প্রথমে ব্যাটের কানায় লেগেছে।’