Shantiniketan Sonajhuri Hat will be closed for 3 days a week and open for four days

রোজ বসবে না সোনাঝুড়ির হাট! শান্তিনিকেতন যাওয়ার আগে জেনে রাখুন নতুন দিনক্ষণ

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির প্রিয় ভ্ৰমণ ডেসটিনশের মধ্যে অন্যতম শান্তিনিকেতন (Shantiniketan)। সপ্তাহান্তে এক দুদিনের ছুটি পেলে শহুরে ব্যস্ততা থেকে শান্তি খুঁজতে কমবেশি সকলেরই পছন্দ শান্তিনিকেতন। তবে শুধুই ঘুরতে নয়, সাথে সোনাঝুড়ির হাটে (Sonajhuri Hat) কেনাকাটি করতে যাওয়ার জন্যও যান অনেকেই। এতদিন সপ্তাহে সাত দিনই খোলা থাকত হাট। কিন্তু এবার আর সেটা হবে না, জারি হয়েছে নতুন নির্দেশ।

আসলে সোনাঝুড়ির জঙ্গলেই সপ্তাহের সাত দিন বসত হাট। নানান লোকশিল্পীরা তাদের পসরা নিয়ে হাজির হতেন, চলত কেনা বেচা। হাতে গড়া গয়না থেকে একতারা, বাদ্যযন্ত্র, পাঞ্জাবি, তাঁতের শাড়ি আরও কত কি কেনার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষেরা। কিন্তু মানুষের আনন্দে জঙ্গলের ক্ষতির সম্ভাবনা বাড়ছে। তাই বন দফতরের তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে।

সপ্তাহে কদিন খোলা সোনাঝুড়ির হাট? 

যেমনটা জানা যাচ্ছে, হাট বসার কারণে যাতে জঙ্গলের কোনো রকম ক্ষতি না হয় তার খেয়াল রাখতে হবে বলা হয়েছে। সেই কারণেই এবার থেকে সপ্তাহে চারদিন খোলা থাকবে সোনাঝুড়ির হাট। কি কি বার খুলবে? উত্তর হল শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার। মূলত এই দিনগুলোতেই সবচেয়ে বেশি পর্যটক আসে শান্তিনিকেতনে। সেই কারণেই এই চারদিন বেছে নেওয়া হয়েছে। বাকি তিন দিন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হবে সোনাঝুড়ি হাট।

তবে শুধু হাট খোলার দিন কমালেই জঙ্গলের রক্ষা হবে না। এর জন্য যে সমস্ত লোকে হাটে পসরা নিয়ে বসেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। সপ্তাহের যে ৩ দিন হাট বন্ধ থাকবে সেই দিনগুলিকে জঙ্গলকে বাঁচানোর জন্য কাজ করা হবে। নতুন গাছ বসানো থেকে শুরু করে খোয়াই থেকে মাটি চুরি আটকানোর দিকেও খেয়াল রাখতে হবে।

আরও পড়ুনঃ সরকারি নোটিশের জের, এবার অর্ধেক ‘শাট ডাউন’ হয়ে পড়বে দিঘা

প্রসঙ্গত, মাঝে নেটপাড়ায় গুঞ্জন ওঠে বদলে যেতে পারে হাট বসার জায়গা। অর্থাৎ সোনাঝুড়ির বদলে হয়তো অনত্র স্থানান্তরিত হতে পারে হাট। তবে তেমনটা হচ্ছে না। আপাতত সপ্তাহের তিন দিন জঙ্গল রক্ষার্থে বন্ধ থাকবে সোনাঝুড়ি। বাকি চারদিনের মধ্যে যেদিন খুশি পর্যটকেরা ঘুরতে ও জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X