বাংলা ধারাবাহিকের(Bengali Serial) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘খেলাঘর'(Khelaghor)। এই ধারাবাহিকে শান্টু ও পূর্নার জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের। স্বভাবতই এই ধারাবাহিক শেষ হয়ে যাবার পর মন খারাপ হয়েছে দর্শকদের। তবে এবার ভক্তদের জন্য সুখবর জানিয়েছেন অভিনেতা সৈয়দ আরফিন(Sayed Arefin)।
তিনি নিজেই তার সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন যে তাদের প্রিয় জুটি শান্টু ও পূর্না আবার একসঙ্গে ফিরছেন। তবে নতুন এই প্রজেক্ট সম্পর্কে খোলাখুলিভাবে কিছুই জানাননি অভিনেতা। খেলাঘর সিরিয়াল দিয়েই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার(Swikriti Majumdar)। আর প্রথম সিরিয়ালেই অসাধারণ অভিনয়ের মাধ্যমে মন জয় করে নিয়েছেন সকলের।
যদিও অভিনেতা সৈয়দ টলিপাড়ার চেনা মুখ। এর আগে ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। যেখানে তার বিপরীতে ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। খেলাঘর সিরিয়ালে এই নতুন জুটিকে পছন্দ করেছিলেন ভক্তরা। দুজনেই তাদের অভিনয়ের প্রতিভার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
অভিনেতা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নায়িকার সঙ্গে ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে সোনালী ডট দেওয়া অফ হোয়াইট শার্টের উপর লাল রঙের ব্লেজার পরতে দেখা গিয়েছে। আর নায়িকার পরনে রয়েছে সাদা-লাল মিরর ওয়ার্কড লেহেঙ্গা চোলি। কানে আছে লাল-সোনালি রঙের আফগানি ঝুমকো। মাথায় গুঁজেছেন সাদা ফুল।
View this post on Instagram
এর সাথে নতুন বিশেষ এক প্রোজেক্টের মাধ্যমে যে তারা আবার ফিরছেন সে কথা উল্লেখ করেছেন। এই খবর পাওয়া মাত্রই খুশি হয়েছেন এই জুটির অসংখ্য ভক্তরা। তারা কমেন্টের মাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন।