Arijit

সদ্য প্রকাশিত আইসিসি রাঙ্কিংয়ে একলাফে ২০ জনকে টপকে সেরা অবস্থানে শার্দুল ঠাকুর

চলতি ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর। চতুর্থ টেস্ট ম্যাচে ওভালেতো শার্দুলের পারফরম্যান্স এক অন্য মাত্রায় চলে গিয়েছিল। দুটি ইনিংসে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার না পেলেও ভারতের ওভাল টেস্ট জয়ের অন্যতম কারিগর যে শার্দুলই, সেটা মেনে নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলিও।

   

ওভাল টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স এর জন্য এবার আইসিসি র্যাংকিংয়ে বিরাট পরিবর্তন ঘটল শার্দুল ঠাকুরের। মূলত বোলিং অলরাউন্ডার হলেও ব্যাট হাতে শার্দুল ঠাকুর যেভাবে পারফরম্যান্স করেছে তাতে ব্যাটিংয়েও ব্যাপক উন্নতি ঘটেছে শার্দুল ঠাকুরের।

সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক লাফে 20 ধাপ ওপরে উঠেছে শার্দুল ঠাকুর। ওভাল টেস্টের আগে আইসিসি টেস্ট ব্যাটসম্যান তালিকা শার্দুল ঠাকুরের অবস্থান ছিল 79, বর্তমানে শার্দুল ঠাকুরের অবস্থান 59, অর্থাৎ এক লাফে 79 থেকে 59 পৌঁছেছেন শার্দুল ঠাকুর।