Arijit

ভয়ঙ্কর বোলিং! একাই ৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধ্বংস করে দিল শার্দুল ঠাকুর

সোমবার থেকে জোয়াসেনবার্গে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক কে এল রাহুল। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন রাহুল।

   

প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেন ভারতের দুই ওপেনার কে এল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। তবে মায়াঙ্ক আগারওয়াল আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। তবে অধিনায়ক কে এল রাহুলের 50 এবং শেষের দিকে নেমে রবিচন্দ্রন অশ্বিনের 46 রানে ভর করে 202 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে অধিনায়ক এলগার এবং কিগান পিটারসন লড়াই করে ভারতের বিরুদ্ধে। 26 রান করে শার্দূল ঠাকুরের বলে আউট হয়ে যান ডিন এলগার। 62 রান করে সেই শার্দূল ঠাকুরের শিকার হন কিগান পিটারসন। এছাড়াও বাভুমা 51 রান করে শার্দূল ঠাকুরের শিকার হন। এইদিন শার্দূল ঠাকুর একাই সাত উইকেট নিয়ে শেষ করে দেয় দক্ষিণ আফ্রিকাকে। এছাড়াও মহম্মদ সামি পেয়েছেন 2 টি উইকেট অপরদিকে যাশস্প্রীত বুমরাহ নিয়েছেন একটি উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় 229 রানে। 27 রানের লিড পেয়েছে সাউথ আফ্রিকা।