বিনোদন,বলিউড,বলিউড গসিপ,শেহনাজ গিল,সালমান খান,Entertainment,Bollywood,Bollywood Gossip,Shehnaaz Gill,Salman Khan

সালমানের গালে এক চুমুতেই ভাগ্য বদল! সিদ্ধার্থকে ভুলে বোল্ড লুকে ধরা দিলেন শেহনাজ

শেহনাজ গিল(Shehnaaz Gill) সোশ্যাল মিডিয়া তথা বলিউডের(Bollywood) অন্যতম সেন্সেশন তিনি। বিগ বসে আসার পর থেকেই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে তার। যদিও সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যুর পর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন সেই মানুষটি এত তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যাবেন এটা কখনোই ভাবতে পারেননি সকলের প্রিয় সানা।

সিদ্ধার্থর মৃত্যুর পর নিজেকে কার্যত গৃহবন্দি করে রেখেছিলেন। তবে এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। এখন বিরাট পরিবর্তন হয়েছে তার রূপের। আগেকার শেহনাজের সঙ্গে এখনকার শেহনাজের আকাশ-পাতাল তফাৎ। মিষ্টি প্রাণবন্ত শেহনাজ এখন অনেক বেশি প্রফেশনাল ও বোল্ড। তার বর্তমান সময়ের ছবিগুলো এমনটাই ইঙ্গিত দিয়েছে।

সম্প্রতি সুইমিংপুলে তার আবেদনময়ী ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সুইম স্যুট, ভিজে চুল এবং হালকা মেকআপ করেই মোহময়ী হয়েছেন তিনি। তার এই বোল্ড লুক দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। এখন প্রায় মাঝেমধ্যেই এরকম ছবি শেয়ার করে থাকেন। প্রসঙ্গত, খুব শীঘ্রই হিন্দি ছবিতে দেখা যেতে চলেছে তাকে।

জানা গিয়েছে, সালমান খানের ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। কিছুদিন আগেই ভাইজানের পার্টিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেদিন ভাইজানের পোশাকের রঙের সাথে মিলিয়ে কালো রঙের সালোয়ার কামিজ পরেছিলেন তিনি।

এদিন সালমানের সাথেই ক‍্যামেরার সামনে পোজ দেন শেহনাজ। এমনকি তাকে এদিন সালমানকে জড়িয়ে ধরে তার গালে ও ঘাড়ে চুমু দিতে দেখা গিয়েছে। এরপরেই এই ছবি নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকে মনে করছেন, এই সালমানের দৌলতেই বলিউড সিনেমাতে পা রাখতে পারছেন শেহনাজ।

Avatar

Papiya Paul

X