Arijit

সৌরভই শ্রেষ্ঠ অধিনায়ক, ওর তৈরি দল নিয়ে ধোনি বিশ্বকাপ জিতেছে; বিস্ফোরক শেওয়াগ

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। সবসময় নিজের খেয়ালেই থাকতেন তিনি। 99 রানে দাঁড়িয়েও ছয় মারার মতো সাহস ছিল তার। শেওয়াগ তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই খেলেছেন সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে। দু’জন অধিনায়ককেই সামনে থেকে দেখেছেন তিনি, দুজনের অধিনায়কত্ব উপলব্ধিও করেছেন তিনি। তাই এই দুজনের মধ্যে কে সেরা অধিনায়ক? সেটা বেছে নিতে খুব বেশি ভাবনা চিন্তা করতে হল না তাকে। তিনি সরাসরি জানিয়ে দিলেন সৌরভ নাকি ধোনি? ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক কে?

   

শেওয়াগ তার কেরিয়ারের স্বর্ণযুগ কাটিয়েছেন সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে। ওয়ানডে ক্রিকেট হোক কিংবা টেস্ট ক্রিকেট, সব ফরমেটে একের পর এক নজির গড়েছেন সেওয়াগ। অপরদিকে ধোনির অধিনায়কত্বে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে ধোনির থেকে সৌরভ গাঙ্গুলীকেই অধিনায়ক হিসেবে এগিয়ে রাখলেন শেওয়াগ।

এই প্রসঙ্গে শেওয়াগ বলেছেন, ” দুজনেই দুর্দান্ত অধিনায়ক। কিন্তু ধোনির থেকে সৌরভ এগিয়ে। কারণ তরুণ ক্রিকেটারদের নিয়ে নিজের হাতে শক্তিশালী দল তৈরি করেছিল শেওয়াগ। দলকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছিলেন। সেই সঙ্গে বিদেশের মাটিতেও যে ম্যাচ জেতা যায় সেটা দেখিছিলেন সৌরভ। সৌরভের অধিনায়কত্বে আমরা বিদেশের মাটিতে খুব কম ম্যাচই হেরেছি। অপরদিকে ধোনি খুবই ভাগ্যবান, কারণ সৌরভের তৈরি করা দল নিয়ে ও বিশ্বকাপ জিতিয়েছে।”