Arijit

অশ্বিন-মর্গ্যান বিতর্কের আসল দোষী খুঁজে বের করলেন সহবাগ, দিলেন উচিৎ শিক্ষা

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচে ঘটে যায় এক বিতর্কিত ঘটনা। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে মাঠের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন দিল্লি ক্যাপিটালসের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

   

সেই বিতর্কের আঁচ এখনো কমেনি, একে অপরকে দোষারোপের পালা চলছেই। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র শেহবাগ। তিনি সেই বিতর্কে সরাসরি দোষ দিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিককে।

বীরেন্দ্র শেহবাগ এর মতে এই ঘটনায় সবথেকে বড় দোষী দীনেশ কার্তিক। তার কারণ স্বরূপ শেহবাগ বলেন, মাঠের মধ্যে এমন অনেক ঘটনায় ঘটে থাকে। তবে সেই সমস্ত ঘটনা মাঠের বাইরে না আনাই ভালো। মাঠের বিতর্ক মাঠেই শেষ করা ভালো। কিন্তু দীনেশ কার্তিক সেই ঘটনার পর সাংবাদিক সম্মেলনে এসে বলেন, মর্গ্যান ঠিক কি ভেবেছিল সেই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় কার্তিক। যার ফলে সে বিতর্ক বড় আকার ধারণ করে। দীনেশ যদি বলতো কিছুই হয়নি, তাহলে সেটা এত বড় সমস্যা হয়ে দাঁড়াতো না।