Papiya Paul

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে গোমূত্র এবং গোবর: শিবরাজ সিং চৌহান

দেশের অর্থনীতি খানিকটা হলেও মুখ থুবড়ে পড়েছিল করোনা নামক মহামারীর পর। এবার দেশের অর্থনীতিকে আরো একবার চাঙ্গা করার জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিলেন একটি নতুন পন্থা। ভোপালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মহিলা শাখার কনভেনশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন,”ভারতবর্ষের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে একমাত্র গোমূত্র এবং গোবর, যদিও এর সঠিক ব্যবস্থা জানা খুবই প্রয়োজন”।

   

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আরো বলেন,”যতক্ষণ না সমাজ সংযুক্ত হবে, গোশালা নির্মাণ করার পরেও সরকারি গোশালা চালানো যাবে না। গরু ছাড়া কোন কাজ চলতে পারে না।আমরা চাইলেই গোবর এবং গো মূত্রের সাহায্যে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারি। মধ্যপ্রদেশে গো মূত্রের সাহায্যে আলো জ্বালানোর চেষ্টা শুরু হয়েছে”।

প্রসঙ্গত, মহামারীর মধ্যে গোমূত্র পান এবং গরুর দুধ নিয়ে মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন একাধিক বিজেপি নেতা, তার মধ্যে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এমনকি গরুর দুধের সঙ্গে সোনার তুলনা করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

এমনকি গোমূত্র পান করলে করোনা পালিয়ে যাবে, এমন মন্তব্য করে দিলীপ ঘোষ আলোচনা শিকার হয়েছিলেন। শুধুমাত্র দিলীপ ঘোষ নয়, অন্যান্য বিজেপি নেতা গাভীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিদ্রূপের শিকার হয়েছিলেন। এবার পিছনে অর্থনীতির সঙ্গে গোমূত্র এবং গোবরের সংযোগ স্থাপন করে খবরের শিরোনামে উঠে এলেন শিবরাজ সিং চৌহান।